Fans Under 5000: ৫,০০০ টাকার মধ্যে সিলিং ফ্যান খুঁজছেন? দেখে নিন
তীব্র গরমে নাজেহাল মানুষ। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এপ্রিলের শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সবাই এয়ার কন্ডিশনার বা পাখার হাওয়ায় স্বস্তি খুঁজছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্তমান যুগে এসি বা কুলার যতই জনপ্রিয় হয়ে উঠুক না কেন, সিলিং ফ্যানের বিকল্প নেই। দক্ষিণবঙ্গের আর্দ্র আবহাওয়ায় কুলার যেমন স্বাস্থ্যের পক্ষে ভাল নয়, তেমনই কুলার খারাপও হয়ে যায়। তার তুলনায় সিলিং ফ্যান অনেক বছর পর্যন্ত ভাল চলে।
বাজারে নানা ব্র্যান্ডের, বিভিন্ন দামের সিলিং ফ্যান পাওয়া যায়। আপনি যদি ৫,০০০ টাকার মধ্যে সিলিং ফ্যান কিনতে চান, তাহলে রইল তালিকা। দেখে নিন এই দামের মধ্যে কোন ব্র্যান্ডের ফ্যান পেতে পারেন।
হ্যাভেলস পেসার সিলিং ফ্যানের দাম ৪,৭০১ টাকা। অ্যামাজনে অর্ডার দিতে পারেন। তবে দোকানেও পেয়ে যাবেন এই পাখা। ওরিয়েন্ট এরোকোয়াইট সিলিং ফ্যানের দাম ৪,৮০০ টাকা। বিভিন্ন ই কমার্স সাইটের পাশাপাশি দোকানেও পাবেন এই সিলিং ফ্যান।
লিউমিনাস লিউমেয়ার সিলিং ফ্যানের দাম ৪,৭৪৯ টাকা। এই পাখাটি দেখতে সুন্দর এবং হাওয়া বেশ ভাল।
বাচ্চাদের ঘরে যদি সিলিং ফ্যান লাগাতে চান, তাহলে গোলাপি রঙের ঊষা বার্বি সিলিং ফ্যান নিতে পারেন। এই পাখার দাম ৪,৯৬০ টাকা।
সিলিং ফ্যানের জগতে হ্যাভেলস একটি বিখ্যাত নাম। হ্যাভেলস ভোগ প্লাস সিলিং ফ্যানটি যেমন দেখতে সুন্দর, তেমনই ভাল হাওয়া। এই পাখার দাম ৪,৬৬৫ টাকা।
ক্রম্পটন এইচএস প্লাস বিআরএন সিলিং ফ্যানের দাম ৪,৫০০ টাকা। এই পাখা চালালে বিদ্যুৎ খরচ হয় ৫০ ওয়াট।
ইলেকট্রনিকস জগতে একটি বিখ্যাত সংস্থা প্যানাসনিক। এই সংস্থারও সিলিং ফ্যান রয়েছে। ৫,০০০ টাকার মধ্যেই প্যানাসনিকের সিলিং ফ্যান পেতে পারেন।
লিভিং রুম বা বাচ্চাদের ঘরে যদি সিলিং লাগাতে চান, তাহলে বাজাজ কারস সিলিং ফ্যান নিতে পারেন। নীল প্রিন্টের এই পাখাটি বেশ আকর্ষণীয়। এই পাখার দাম ৪,২২০ টাকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -