Howrah Flood: নদীগ্রাসে বাড়িঘর, আকাল পানীয় জলের, জলমগ্ন উদয়নারায়ণপুরের জনজীবন

ভয়ঙ্কর পরিস্থিতি উদয়নারায়ণপুরে। প্রায় ৮৫টি গ্রাম জলমগ্ন।

1/11
দামোদর থেকে দফায় দফায় জল ছাড়ার পর বন্যা পরিস্থিতি হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়।
2/11
ভয়ঙ্কর পরিস্থিতি উদয়নারায়ণপুরে। প্রায় ৮৫টি গ্রাম জলমগ্ন। দামোদরের জলস্তর বৃদ্ধির ফলে প্লাবিত একাধিক এলাকা।
3/11
দামোদর আর রূপনারায়ণের জল ঢুকেই এই বিপত্তি। হাওড়া-হুগলি সংযোগকারী রাজ্য সড়ক এখন জলের তলায়।
4/11
উদয়নারায়ণপুরে খোলা হয়েছে ৩৫টি ত্রাণশিবির।উদয়নারায়ণপুরের একাধিক জায়গায় দামোদরের বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে। বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন।
5/11
শনিবারই ডিভিসির ছাড়ার জন্য জলে ভাসে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। আমতা থেকে উদয়নারায়ণপুরে যাওয়ার রাস্তা ভেসে গিয়েছে।
6/11
উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি - এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকতে শুরু করে গ্রামে। ইতিমধ্যেই উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল।
7/11
জমা জলেই চলছে মাছ ধরার কাজ।
8/11
উদয়নারায়ণপুরে প্রায় ১০ হাজার মানুষকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
9/11
উদয়নারায়ণপুরে স্টেট জেনারেল হাসপাতালও জলমগ্ন। কয়েকদিন আগেই সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরীর।
10/11
পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকে দ্বীপ অঞ্চল ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান সম্পূর্ণ বিচ্ছিন্ন।
11/11
রবিবার রাতের পর বেশ কিছু অঞ্চলে নতুন করে জল ঢুকতে শুরু করে। বৃষ্টি ফের বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি ফের সংকটজনক হতে চলেছে।
Sponsored Links by Taboola