Howrah Flood: নদীগ্রাসে বাড়িঘর, আকাল পানীয় জলের, জলমগ্ন উদয়নারায়ণপুরের জনজীবন
দামোদর থেকে দফায় দফায় জল ছাড়ার পর বন্যা পরিস্থিতি হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভয়ঙ্কর পরিস্থিতি উদয়নারায়ণপুরে। প্রায় ৮৫টি গ্রাম জলমগ্ন। দামোদরের জলস্তর বৃদ্ধির ফলে প্লাবিত একাধিক এলাকা।
দামোদর আর রূপনারায়ণের জল ঢুকেই এই বিপত্তি। হাওড়া-হুগলি সংযোগকারী রাজ্য সড়ক এখন জলের তলায়।
উদয়নারায়ণপুরে খোলা হয়েছে ৩৫টি ত্রাণশিবির।উদয়নারায়ণপুরের একাধিক জায়গায় দামোদরের বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে। বিঘার পর বিঘা কৃষি জমি জলমগ্ন।
শনিবারই ডিভিসির ছাড়ার জন্য জলে ভাসে হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। আমতা থেকে উদয়নারায়ণপুরে যাওয়ার রাস্তা ভেসে গিয়েছে।
উদয়নারায়ণপুরের হরিহরপুর, টোকাপুর শিবানীপুর, হোদোল, কুরচি - এই ৫টি জায়গায় বাঁধ ভেঙে দামোদরের জল ঢুকতে শুরু করে গ্রামে। ইতিমধ্যেই উদয়নারায়ণপুরে উদ্ধারকাজে নেমেছে NDRF ও বিপর্যয় মোকাবিলা দল।
জমা জলেই চলছে মাছ ধরার কাজ।
উদয়নারায়ণপুরে প্রায় ১০ হাজার মানুষকে ইতিমধ্যে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
উদয়নারায়ণপুরে স্টেট জেনারেল হাসপাতালও জলমগ্ন। কয়েকদিন আগেই সেখানেই জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরীর।
পাশাপাশি আমতা ২ নম্বর ব্লকে দ্বীপ অঞ্চল ভাটোরা ও ঘোড়াবেড়িয়া চিতনান সম্পূর্ণ বিচ্ছিন্ন।
রবিবার রাতের পর বেশ কিছু অঞ্চলে নতুন করে জল ঢুকতে শুরু করে। বৃষ্টি ফের বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি ফের সংকটজনক হতে চলেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -