Sovon- Baisakhi: সিদ্ধিদাতার আরাধনায় শোভন-বৈশাখী
সিদ্ধিদাতার আরাধনায় শোভন-বৈশাখী
Sovon-Baisakhi
1/10
রসে-বসে ভরা মজাদার লাইফস্টাইল তাঁদের। এ হেন জীবন-যাপনের কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকেন তাঁরা। শোভন-বৈশাখী।
2/10
এক সময়ে সক্রিয় রাজনীতি করেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অধ্যাপিকার পদ সামলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)
3/10
তবে এখন জমিয়ে সংসার করছেন এই যুগল। কখনও ট্রেন্ডিং গানে নাচ, কখনও আবার একে ওপরকে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন। সবমিলিয়ে বেশ রঙিন যাপন শোভন-বৈশাখীর।
4/10
এর আগে জামাইষষ্ঠী পালনের ছবি পোস্ট করেছিলেন শোভন-বৈশাখী। এবার প্রকাশ্যে এল তাঁদের গনেশ আরাধনার ছবি। আয়োজনের খামতি ছিল না এতটুকুও।
5/10
কার্যত ধুমধাম করে পালন হল গনেশ চতুর্থী। মেয়ে এবং শোভনকে সঙ্গে নিয়ে সেরেছেন পুজো। সেই ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বৈশাখী।
6/10
সবুজরঙা পোশাকে সাজল পুরো পরিবার। এ দিন শোভনের পরনে ছিল সবুজ পাঞ্জাবি। মা-মেয়ে পরেছিলেন সবুজ শাড়ি। সবমিলিয়ে জমজমাট ছিল গনেশ চতুর্থীর আয়োজন।
7/10
সোমবার সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন বৈশাখী (Baisakhi Sovan Banerjee) নিজেই।
8/10
গত ৩১ অগাস্ট ছিল গণেশ চতুর্থী। ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণপতির আরাধনায় ব্রতি হয়েছিলেন সকলেই।
9/10
গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরের উন্মাদনার ঢেউ তখন গঙ্গাপাড়ের কলকাতাতেও অব্যাহত।
10/10
উমার আগমনে আরও কিছু সময় বাকি। তবে শারদোত্সবের আগেই মর্ত্যে আগমন ঘটেছে তাঁর পুত্র গণপতির। গত বুধবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে উৎসব মুখর হয়ে ওঠে গোটা শহর। বাদ যাননি শোভন-বৈশাখীও।
Published at : 05 Sep 2022 03:25 PM (IST)