Sovon- Baisakhi: সিদ্ধিদাতার আরাধনায় শোভন-বৈশাখী
রসে-বসে ভরা মজাদার লাইফস্টাইল তাঁদের। এ হেন জীবন-যাপনের কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকেন তাঁরা। শোভন-বৈশাখী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সময়ে সক্রিয় রাজনীতি করেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অধ্যাপিকার পদ সামলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)
তবে এখন জমিয়ে সংসার করছেন এই যুগল। কখনও ট্রেন্ডিং গানে নাচ, কখনও আবার একে ওপরকে ফিল্মি কায়দায় প্রেম নিবেদন। সবমিলিয়ে বেশ রঙিন যাপন শোভন-বৈশাখীর।
এর আগে জামাইষষ্ঠী পালনের ছবি পোস্ট করেছিলেন শোভন-বৈশাখী। এবার প্রকাশ্যে এল তাঁদের গনেশ আরাধনার ছবি। আয়োজনের খামতি ছিল না এতটুকুও।
কার্যত ধুমধাম করে পালন হল গনেশ চতুর্থী। মেয়ে এবং শোভনকে সঙ্গে নিয়ে সেরেছেন পুজো। সেই ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বৈশাখী।
সবুজরঙা পোশাকে সাজল পুরো পরিবার। এ দিন শোভনের পরনে ছিল সবুজ পাঞ্জাবি। মা-মেয়ে পরেছিলেন সবুজ শাড়ি। সবমিলিয়ে জমজমাট ছিল গনেশ চতুর্থীর আয়োজন।
সোমবার সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন বৈশাখী (Baisakhi Sovan Banerjee) নিজেই।
গত ৩১ অগাস্ট ছিল গণেশ চতুর্থী। ধন-সমৃদ্ধির কামনায় সিদ্ধিদাতা গণপতির আরাধনায় ব্রতি হয়েছিলেন সকলেই।
গণপতি বাপ্পাকে নিয়ে আরব সাগরের তীরের উন্মাদনার ঢেউ তখন গঙ্গাপাড়ের কলকাতাতেও অব্যাহত।
উমার আগমনে আরও কিছু সময় বাকি। তবে শারদোত্সবের আগেই মর্ত্যে আগমন ঘটেছে তাঁর পুত্র গণপতির। গত বুধবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে উৎসব মুখর হয়ে ওঠে গোটা শহর। বাদ যাননি শোভন-বৈশাখীও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -