Dakshin 24 Parganas:ভয়াল ভাঙন বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালিতে
দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালিতে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। ইতিমধ্য়েই তলিয়ে গেছে গঙ্গা লাগোয়া ইটভাটার অফিস, শ্রমিকদের থাকার ঘর এবং একটি ক্লাব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডোঙারিয়া ও রায়পুর এলাকার রিং বাধের উপর রাস্তা দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন।
ভেঙেছে বাঁধ। তলিয়ে গেছে ঘর। ঘরে দেখা দিয়েছে ফাটল। তলিয়ে যাওয়ার মুখে আরও কয়েকটি বাড়ি।
আতঙ্কে নোদাখালির ডোঙারিয়া ও রায়পুর অঞ্চলের বাসিন্দারা। স্থানীয় শ্রী শ্রী রামকৃষ্ণ অমৃত বিদ্যালয়ে তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
নোদাখালি বাসিন্দা বেবি বিবি যেমন বলেন, 'আজ সকালে ভয়ঙ্কর ধস নামল। বিরাট একটা ধস নামল পারে। এর আগে ধস নেমেছিল অতটা ভয়ঙ্কর হয়নি। এবার ভয়ঙ্কর ঝস নামছে। খুব ভয়ে আমরা আছি।'
এলাকা পরিদর্শন করেন বিডিও, বজবজ ২ নম্বর ব্লকের প়ঞ্চায়েত সমিতির সভাপতি এবং রায়পুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিরা। ক্ষতিগ্রস্ত বাঁধের অংশগুলিকে বাঁশ ও ত্রিপল দিয়ে মেরামত করা হয়।
বজবজ ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফে পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান-উপপ্রধান সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি।'
ডোঙারিয়া এবং রায়পুর অঞ্চলের রিং বাঁধের উপর রাস্তা দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন। মাইকে প্রচার চালানো হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -