Guwahati-Bikaner Express Accident: একটার উপর আরেকটা বগি, দেখে নিন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ছবিগুলি
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার লাইনচ্যুত হয়ে যায় বিকানের এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, আশঙ্কাজনক আরও ১৫ জন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ দিন বিকেল ৫ টায় ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে। রেলসূত্রে খবর ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী। চারটি কামরার ভয়াবহ ক্ষতি হয়েছে। পাশাপাশি ইঞ্জিনের পর থেকে এক্সপ্রেসের ১২টি কামরাও ক্ষতিগ্রস্ত। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই মুখ্যমন্ত্রীর কাছে রেল দুর্ঘটনার খবর পৌঁছয়। খবর পাওয়া মাত্রই আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ রাখছেন মমতা।
এ দিন সন্ধেয় টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য সরকারের সিনিয়র অফিসার, উত্তরবঙ্গের জেলাশাসক, পুলিশ সুপার, আইজি উদ্ধারকার্য এবং ত্রাণকার্যে তদারকি করছেন। যত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ রাজ্য সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে বলেও জানান মমতা।
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। এনডিআরএফ-এর ২টি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। রেলমন্ত্রী জানিয়েছেন, সবাইকে উদ্ধার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। শুক্রবার ময়নাগুড়ি পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
আহতের একে একেউদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ-সহ আশেপাশের সমস্ত ছোট হাসপাতালকেও চিকিৎসার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থালে গিয়েছে ৫১টি অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই ময়নাগুড়ি হাসপাতালে আনা হয়েছে ১৬ জন যাত্রীকে। এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নেন প্রধানমন্ত্রী। বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করেছে রেল। দুর্ঘটনায় মৃতদের মাথাপিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। গুরুতর আহতরা পাবেন ১ লক্ষ টাকা করে। অল্প বিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।
আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিংহ জানিয়েছেন, কোভিডের কারণে ট্রেনে যাত্রীসংখ্যা কম ছিল। ফলে হতাহতের সংখ্যা মারাত্মক জায়গায় পৌঁছবে না বলে আশাবাদী তিনি। এ দিন দুর্ঘটনার খবর আসতেই ফোনে ডিআরএম-এর সঙ্গে যোগাযোগ করে এবিপি আনন্দ। দুর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে রেল। ট্রেনের একটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা লাইনচ্যূত হয়েছে বলে জানতে পেরেছি আমি। উদ্ধারের কাজ শুরু হয়েছে। তবে মোট হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। আমাদের দল পৌঁছে গিয়েছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিস্থিতি বিশদে জানানো হয়েছে। ট্র্যাকের সমস্যাতেই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান। কীভাবে দুর্ঘটনা? উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। ঘটনার জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন। বীরভূমের কোপাই স্টেশনের কাছে আটকে রয়েছে গুয়াহাটি-সরাইঘাট এক্সপ্রেস।
ইতিমধ্যেই রেলের হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরটি হল 03612731622, 03612731623. হাওড়া হেল্পলাইন নম্বর- 033- 26402241, 2242,2243, 26413660 মালদা স্টেশনের হেল্পলাইন নম্বর- 72228 & 72229, 03512-266000, 03512-283444। এছাড়াও, . পটনা জং- 9341506016, পটনা দীনদয়াল উপাধ্যায় জং- 7388898100, ডানাপুর 7759070004, সোনপুর- 9771429999
- - - - - - - - - Advertisement - - - - - - - - -