In Pics Howrah Rakhi Shaped Sweets: রাখিবন্ধন উপলক্ষে সালকিয়ার মিষ্টির দোকানেও নতুন চমক
রাখিবন্ধন মানেই হরেক রকমের রাখি। এবার মিষ্টিতেও অভিনবত্ব এই বিশেষ দিন উপলক্ষে। (ছবি ও তথ্য: সুনীত হালদার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআসলে মিষ্টি ছাড়া বাঙালির সম্পর্ক ঠিক মিষ্টি হয় না যেন! এবার তাই রাখিবন্ধনের ছাপও মিষ্টির মধ্যে দিয়ে।
আগামিকাল, রবিবার, রাখিবন্ধন। রাখী উৎসব উপলক্ষ্যে ভাইবোনের টকঝাল সম্পর্ক খানিক মধুর করার চেষ্টায় এবার মিষ্টি বিক্রেতারা।
অভিনব কায়দায় তৈরি হল মিষ্টি, একেবারে রাখীর আদলে। যা নজরও কেড়েছে।
সালকিয়ার এক মিষ্টির দোকানে দেখা গেল হরেক রকমের রাখীর আকৃতির মিষ্টি।
ভাইদের জন্য রাখী বা অন্যান্য মিষ্টি কেনার পাশাপাশি এই রাখী মিষ্টিও কিনছেন অনেকে। এই বছরের চমক যে ওই মিষ্টিই।
স্পেশাল মিষ্টি কেনার জন্য খরচ করতে হবে মাত্র ৫০ টাকা থেকে ১০০ টাকা।
সালকিয়া চৌরাস্তা মোড়ের কাছের ওই মিষ্টির দোকানে করোনা আবহে এই স্পেশাল মিষ্টি দেখে বেজায় খুশি বোনেরা।।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -