In Pics Howrah Rakhi Shaped Sweets: রাখিবন্ধন উপলক্ষে সালকিয়ার মিষ্টির দোকানেও নতুন চমক
রাখী উপলক্ষে চমক মিষ্টিতে
1/8
রাখিবন্ধন মানেই হরেক রকমের রাখি। এবার মিষ্টিতেও অভিনবত্ব এই বিশেষ দিন উপলক্ষে। (ছবি ও তথ্য: সুনীত হালদার)
2/8
আসলে মিষ্টি ছাড়া বাঙালির সম্পর্ক ঠিক মিষ্টি হয় না যেন! এবার তাই রাখিবন্ধনের ছাপও মিষ্টির মধ্যে দিয়ে।
3/8
আগামিকাল, রবিবার, রাখিবন্ধন। রাখী উৎসব উপলক্ষ্যে ভাইবোনের টকঝাল সম্পর্ক খানিক মধুর করার চেষ্টায় এবার মিষ্টি বিক্রেতারা।
4/8
অভিনব কায়দায় তৈরি হল মিষ্টি, একেবারে রাখীর আদলে। যা নজরও কেড়েছে।
5/8
সালকিয়ার এক মিষ্টির দোকানে দেখা গেল হরেক রকমের রাখীর আকৃতির মিষ্টি।
6/8
ভাইদের জন্য রাখী বা অন্যান্য মিষ্টি কেনার পাশাপাশি এই রাখী মিষ্টিও কিনছেন অনেকে। এই বছরের চমক যে ওই মিষ্টিই।
7/8
স্পেশাল মিষ্টি কেনার জন্য খরচ করতে হবে মাত্র ৫০ টাকা থেকে ১০০ টাকা।
8/8
সালকিয়া চৌরাস্তা মোড়ের কাছের ওই মিষ্টির দোকানে করোনা আবহে এই স্পেশাল মিষ্টি দেখে বেজায় খুশি বোনেরা।।
Published at : 21 Aug 2021 09:56 PM (IST)