Vande Bharat: কয়েক ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি, মাঝে ছুঁয়ে যাবে কোন কোন স্টেশন?
Howrah-NJP: শুক্রবারই উদ্বোধন, বন্দে ভারতের সময়সূচি কী? কী জানাচ্ছে রেলের বিজ্ঞপ্তি?
নিজস্ব চিত্র
1/10
মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। এনজেপি যাওয়ার নতুন ট্রেন ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ।
2/10
৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে শুভ উদ্বোধন হবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন এই ট্রেনের।
3/10
দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার, বিশেষ করে শিলিগুড়ি-দার্জিলিং পৌঁছনোর জন্য আরও একটি ট্রেন পাবেন রাজ্যবাসী। বাঁচবে সময়ও।
4/10
মাত্র সাড়ে সাত ঘণ্টায় হাওড়া থেকে এনজেপি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। মাঝে থামবে মাত্র তিনটি স্টেশনে।
5/10
রেলের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে বোলপুর-শান্তিনিকেতন, মালদা টাউন এবং বারসোই স্টেশনে থামবে এই ট্রেন।
6/10
রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সপ্তাহে ৬দিন করে চলবে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে এই ট্রেনের পরিষেবা।
7/10
ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস। ৭টা বেজে ৪৩ মিনিটে পৌঁছবে বোলপুর-শান্তিনিকেতন। তারপরে ৭টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে ওই স্টেশন। তারপরে ১০টা বেজে ৩২ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন।
8/10
তিন মিনিট পরে ১০ টা বেজে ৩৫ মিনিটে ছাড়বে মালদা টাউন স্টেশন। সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছবে বারসই স্টেশনে। ওই স্টেশন ছেড়ে যাবে ১১টা ৫২তে। তারপরে সময়সূচি অনুযায়ী দুপুর ১টা বেজে ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে বন্দে ভারত।
9/10
বিকেল তিনটে বেজে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। বারসই পৌঁছবে বিকেল ৪টে বেজে ৪৪ মিনিটে। তারপরে বিকেল ৫টা বেজে ৫০ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশন। রাত আটটা ২২ মিনিটে পৌঁছবে বোলপুরে। তারপরে রাত ১০টা বেজে ৩৫ মিনিটে পৌঁছবে হাওড়া স্টেশন।
10/10
৩০ ডিসেম্বর শুভ উদ্বোধন হবে এই ট্রেনের। পরে কখন, কবে থেকে নিয়মিত পরিষেবা চালু হবে তার জন্য পরিবর্ধিত সময়সূচির দেবে রেল। বিজ্ঞপ্তিতে সেরকমই লেখা রয়েছে। ছবি: PTI
Published at : 29 Dec 2022 04:24 PM (IST)