Santragachi Bridge Repair : মেরামতির জন্য আংশিক বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ, কোন বিকল্প পথে করবেন যাতায়াত ?
রোজ প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে। যার মধ্যে ১০-১২ হাজার মালবাহী গাড়ি। দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ অঞ্চলের কলকাতার সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সেতুর স্বাস্থ্য বেশ বেহাল। তড়িঘড়ি তাই সেতু সারানোর কাজ শুরু হচ্ছে।
২১ টি এক্সপানশন জয়েন্ট খারাপ হয়ে গিয়েছে। সেতুকে ধরে রাখার অন্যতম খুঁটি যা।
আগামী দেড় মাস সংস্কারের মাঝে ব্যাপক যানজটের আশঙ্কা থাকলেও সেতুর স্বাস্থ্যে একান্ত প্রয়োজন দ্রুত সংস্কার।
১৯ নভেম্বর থেকে মাস দেড়েক চলবে সংস্কার। প্রথমে কলকাতামুখী লেন বন্ধ করে কাজ। পরে হাওড়ামুখী লেনে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ। আর মাঝের সময়টা চালু থাকবে একদিক দিয়ে যান চলাচল।
সংস্কার শুরুর সিদ্ধান্ত সিলমোহরের উচ্চপর্যায়ের বৈঠক। সরকারিভাবে এখনও নির্দেশিকা জারি না হলেও জানা যাচ্ছে, ঠিক করা হয়ে গিয়েছে বিকল্প রাস্তাগুলি।
কলকাতামুখী মালবাহী গাড়িগুলিকে জাতীয় সড়ক ধরে পাঠিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুতে। সেখান দিয়ে তা প্রবেশ করবে কলকাতার দিকে। রাত ১০ টার পর নিবেদিতা সেতু ধরে কলকাতায় ঢুকতে পারবে মালবাহী গাড়ি।
আর বাস, প্রাইভেট কার সহ একাধিক কলকাতামুখী গাড়িকে পাঠানো হবে হাওড়া-আমতা রোডে। যেখান দিয়ে এসে শানপুর মোড়ে উঠে বেলেপোল দিয়ে টোলট্যাক্স তথা কলকাতার রাস্তা গাড়িগুলি। বেশ কিছু গাড়িকে বালি ব্রিজেও ঘুরিয়ে দেওয়া হবে।
পাশাপাশি কলকাতা থেকে যে গাড়িগুলি হাওড়ার পথ ধরবে তাদের কোনা এক্সপ্রেসওয়ের বদলে ঘোরানো হবে আন্দুল রোডের দিকে।
যে রাস্তা ধরে সোজা এগিয়ে তা এসে উঠবে সোজা জাতীয় সড়কে। পাশাপাশি এক্ষেত্রে ব্যবহার বাড়ানো হবে হাওড়া ব্রিজেরও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -