Black Pepper: সর্দি-কাশি থেকে ক্যান্সার! হাজার সমস্যার সমাধানে হেঁসেলের এই মশলা একাই একশো

সর্দি-কাশি থেকে ক্যান্সার! হাজার সমস্যার সমাধানে হেঁসেলের এই মশলা একাই একশো

গোলমরিচের উপকারিতা

1/10
গোলমরিচে রয়েছে নানা ঔষধি গুণাগুণ। সাধারণত জ্বর, সর্দি, গনোরিয়া ও পেট ফাঁপায় গোলমরিচ বেশ কার্যকরী ভূমিকা পালন করে।
2/10
তাছাড়া গোলমরিচ চুলের জন্য পুষ্টিকর, গোলমরিচের সঙ্গে পেঁয়াজ মিশিয়ে নিলে ভাল কাজ দেবে। কোষ্ঠকাঠিন্য, অরুচি, রক্তাল্পতা, দাঁতের রোগ, ডায়রিয়া ও হৃদ্‌রোগেও উপকারী গোলমরিচ।
3/10
গোলমরিচে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ, জিঙ্ক, ক্রোমিয়াম, ভিটামিন এ ও সি এবং অন্যান্য উপাদানে ভরপুর।
4/10
আবহাওয়া বদলের সময় ও ঠান্ডায় সর্দি-কাশির সমস্যা খুবই সাধারণ। শরীরের তাপমাত্রা বজায় রাখতে এই সময়ে গোলমরিচ খেলে ভাল ফল মিলবে।
5/10
এই মশলা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়িয়ে হজমে সাহায্য করে। ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতেও এই মশলা উপকারী। পাশাপাশি পেটের গ্যাসের সমস্যার সমাধান করে গোলমরিচ।
6/10
গোলমরিচ ক্ষুধামান্দ্য ও গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে। ওজন কমাতে সাহায্য করে।
7/10
শরীরে বাড়তি মেদ দূর করতে সাহায্য করে গোলমরিচ। এ ছাড়া অতিরিক্ত ক্যালরি পুড়িয়ে শরীররে শক্তি জোগায়।
8/10
গোলমরিচে রয়েছে ডায়রিয়া, কলেরা ও আরথ্রাইটিস প্রতিরোধের ক্ষমতা। এটি রক্তপ্রবাহ বাড়িয়ে অস্থিসন্ধির ব্যথা কমাতে পারে।
9/10
গোলমরিচে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে গোলমরিচ।
10/10
গোলমরিচের মধ্যে যে পিপারিন থাকে সেটি ক্যান্সারের অন্যতম ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়াও এতে আছে ভিটামিন এ , সি ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যেটি ক্ষতিকারক ফ্রি রেডিকেলসে্র হাত থেকে এবং শরীরকে ক্যান্সার থেকে রক্ষা করে।
Sponsored Links by Taboola