Howrah Puri Vande Bharat: সাড়ে ৬ ঘণ্টায় সমুদ্র সৈকতে পাড়ি, হাওড়া-পুরী বন্দেভারতের টিকিট বুকিং শুরু
এবার সাড়ে ৬ ঘণ্টায় জগন্নাথ-দর্শন। সকালে হাওড়া থেকে ট্রেনে উঠলে দুপুরের মধ্যেই পৌঁছনো যাবে পুরীতে। সৌজন্যে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল বৃহস্পতিবার, পুরী থেকে উদ্বোধনী যাত্রা শুরু করছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। আজ থেকেই শুরু হয়েছে টিকিট।
সাড়ে ৭ ঘণ্টায় পাহাড় দর্শনের পর এবার সাড়ে ৬ ঘণ্টায় সমুদ্র দর্শন। এর আগে হাওড়া থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে।
এবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস চালু হল। বৃহস্পতিবার হাওড়া-পুরী রুটে উদ্বোধন হবে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন, বন্দে ভারত।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, ওইদিন পুরী থেকে শুরু হবে প্রিমিয়াম ট্রেনের উদ্বোধনী যাত্রা। হাওড়া এবং পুরী থেকে যাত্রী পরিষেবা শুরু হবে শনিবার থেকে। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে বন্দে ভারত।
২২৮৯৫ হাওড়া-পুরী ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিনই দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে ২২৮৯৬ বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
হাওড়া থেকে ছেড়ে পুরীগামী বন্দে ভারত প্রথম দাঁড়াবে খড়্গপুর স্টেশনে। তারপরেই ঢুকে যাবে ওড়িশায়। তার পরে বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর স্টেশনে দাঁড়াবে হাওড়া-পুরী বন্দে ভারত। তারপরে খুরদা রোডে দাঁড়াবে ট্রেনটি।
১৬ কামরার বন্দে ভারতে দুইটি শ্রেণি থাকবে। একটি সাধারণ শ্রেণি এবং অপরটি এগজ়িকিউটিভ শ্রেণি। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা।
এগজ়িকিউটিভ ক্লাসে সেই ভাড়া বাবদ খরচ পড়বে ২ হাজার ৪২০ টাকা। হাওড়া এবং শিয়ালদহ স্টেশন থেকে যে সমস্ত দূরপাল্লার ট্রেন ছাড়ে তাতে পুরী যেতে এখব সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। ফলে বন্দে ভারত এক্সপ্রেসে সময় বাঁচবে অনেকটাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -