ক্যালসিয়ামের ঘাটতি মেটায়, দূর করে মানসিক অবসাদও! পুষ্টিগুণে ভরপুর দুধ

ক্যালসিয়ামের ঘাটতি মেটায়, দূর করে মানসিক অবসাদও! পুষ্টিগুণে ভরপুর দুধ

দুধের উপকারিতা জেনে নিন

1/9
দুধে রয়েছে ভিটামিন ও মিনারেল যা ফিটনেস বাড়ায় ও মানসিক চাপ দূর করতে সাহায্য করে।
2/9
দুধ পানে ঘুমের উদ্রেক হয়, যার ফলে মস্তিষ্ক শিথিল থাকে ও মানসিক চাপমুক্ত হয়।
3/9
কোষ্ঠকাঠিন্য হলে রাতে ঘুমনোর আগে প্রতিদিন এক গ্লাস গরম দুধ পান করলে অনেক উপকার পাওয়া যায়।
4/9
পিরিয়ডের সময়ে পেট ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা হলে এক গ্লাস দুধ খেয়ে নিন কিছুটা আরাম পাবেন।
5/9
অ্যাসিডিটি এবং বুক জ্বালাপোড়া সবচেয়ে সহজ সমাধান,প্রতিদিন দুধ পান করতে পারেন। দুধ পাকস্থলী ঠাণ্ডা রাখতে সাহায্য করে এবং বুক জ্বালাপোড়ার সমস্যা দূর করতেও বেশ কার্যকরি।
6/9
দাঁত ও হাড়ের গঠন মজবুত করে দুধ। দুধে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড় ও দাঁতে শোষিত হয়ে এদের গড়ন দৃঢ় করে থাকে।
7/9
প্রতিদিন দুধ পান করলে দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা ও হলুদ ছোপ পড়া, হাড় ক্ষয়ের মতো সমস্যা থেকে নিরাময় পাওয়া যায় ।
8/9
দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা মাংশপেশির গঠনে সহায়তা করে। যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য প্রতিদিন এক থেকে দুই গ্লাস দুধ খাওয়া অনেক উপকারী।
9/9
মাংশপেশির গঠন উন্নত করতেও প্রতিদিন দুধ পান করা উচিত।
Sponsored Links by Taboola