Naushad Siddiqui Arrested: ভাঙড়কাণ্ডে রণক্ষেত্র কলকাতা, গ্রেফতার নৌশাদ সিদ্দিকি, কী প্রতিক্রিয়া শাসক ও বিরোধীদের ?
শান্তনু সেন বলেন, 'যারা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠছে না, যারা উন্নয়নের নিরিখে শত যোজন পিছিয়ে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, মানুষের মধ্যে এতটাই জনভিত্তি করে ফেলছেন প্রত্যেকদিন।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন নৌশাদ সিদ্দিকি গ্রেফতারির পর শুভেন্দু অধিকারী বলেন, ' এটা নবান্ন থেকে করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এটা। সম্পূর্ণভাবে দায়ী। বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ নয়, এই পুলিশের নাম মমতা পুলিশ। এই জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে দিল্লিতে। এই পুলিশ মমতা পুলিশ, এরা পিসি ভাইপো ছাড়া অন্য কাউকে চেনে না।'
ভাঙড়ের আঁচ কলকাতায় ভয়াবহ প্রভাব ফেলেছে। ততক্ষণে রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে ধর্মতলা। আর তারই মাঝে টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
হাতিশালায় পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনা ঘটে। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল-আইএসএফ। সংঘর্ষে ভাঙড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।আর সেই আঁচ গিয়ে পড়ে কলকাতায়।
এদিন নৌশাদ সিদ্দিকি গ্রেফতারির পর শুভেন্দু অধিকারী বলেন, 'ওর প্রতি আমাদের সহানুভূতি -সমর্থন আছে। তবে এইভাবে ফোন তো করা উচিত নয়। নিশ্চয় খোঁজ খবর নেব। বিরোধী দলনেতার দায়িত্ব রাজ্যের সমস্ত আক্রান্ত বিরোধীদের পাশে দাঁড়ানো।'
তৃণমূল নেতা শান্তনু সেন এদিন বলেন, 'প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে প্রতিদিন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা এতটাই বেড়ে চলছে, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা, আইন নিজের হাতের তুলে নিয়ে, সরকারি সম্পত্তি ভাঙচুর করে পুলিশ প্রশাসনকে মারধর করে তাঁরা রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে।''
শুভেন্দু বলেন, 'নৌশাদ সিদ্দিকি ভাল মানুষ। তাঁর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তবে, বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে। তাঁদের সিদ্ধান্ত নিতে হবে তৃণমূলকে হঠাতে চান নাকি বিজেপির বিরোধিতা করতে চান', ভাঙড়ের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর।
ধর্মতলায় চলে আইএসএফের অবরোধ। ঘটনায় আইএসএফ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে শাসকদল। জানা গিয়েছে, দুপক্ষের সংঘর্ষে চলে ইটবৃষ্টি। চলে বোমাবাজি। এমনকি গুলি চলারও অভিযোগও ওঠে। পোড়ে তৃণমূলের অফিস। এরপরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়।
ধর্মতলায় অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ বাধে। আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই আরও উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর। ইট ছুড়তে ছুড়তে পুলিশকে তাড়া করে আইএসএফ কর্মী-সমর্থকরা। ঘোরাল হয়ে ওঠে পরিস্থিতি। পৌঁছয় আরও পুলিশ বাহিনী।
ভাঙড়কাণ্ডের আঁচ কলকাতায় , ঘটনায় আহত ১৯ পুলিশ কর্মী । মেডিক্যাল কলেজে আহত পুলিশকর্মীদের দেখতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পাশাপাশি এসএসকেএম-এও আহত পুলিশ কর্মীদের শারীরিক অবস্থার খবর নিতে যান সিপি। একজন পুলিশ কর্মী জানিয়েছেন, 'লাঠির আঘাতে হেলমেট ফেটে মাথায় লেগেছে।' জানা গিয়েছে, কয়েকজন পুলিশকর্মীকে হাসপাতাল থেকে স্থানান্তরও করা হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -