Papaya: ডায়াবেটিসে কি পাকা পেঁপে খাওয়া যায়? আর কী উপকার এই ফলে?
পেঁপেতে প্রচুর পটাশিয়াম থাকে। এতে সোডিয়াম তুলনায় অনেক কম তাই ব্লাড প্রেসারের রোগীরা নির্দিধায় খেতে পারেন পেঁপে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপেঁপে হার্টের দেখভাল করে। পাশাপাশি ডায়াবেটিসেও উপকারী এই ফল।
পেঁপেতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যেমন ক্যারোটিন, ভিটামিন-বি, ফ্ল্যাভনয়েভ। পটাশিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম থাকে এতে।
ফাইবার, পাপাইন, ভিটামিন-ই থাকে পেঁপেতে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দেহে কোলেস্টেরলের মাত্রা কমায়। পেঁপেতে থাকা প্যারাঅক্সনেজ উৎসেচক এবং ভিটামিন সি ও ই-এর সমন্বয়ে ভাল ফল দেয়। ফলে রক্তনালিতে খারাপ কোলেস্টেরলের আস্তরণ হতে পারে না।
হজমের সমস্যায় পেঁপে খুবই কার্যকারী। পেঁপের মধ্যে আছে পেপিন এনজাইম। যা প্যানক্রিয়াসের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
শুধু পেঁপে নয়, তার বীজেরও অনেক গুণাগুণ রয়েছে। এর মধ্যে আছে অ্যান্টি হেলমিনথিক ও অ্যান্টি অ্যামিওবেয়িক ক্ষমতা যা বিভিন্ন ইনফেকশন রোধ করতে পারে।
প্রেগন্যান্সির সময়ে পেঁপে শরীরের জন্যে খুবই উপকারী। প্রেগন্যান্সির সময়ে হজম, কোষ্ঠকাঠিন্যের মতো একাধিক সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যায় পেঁপে খুবই ভাল।
পেঁপেতে আছে ফ্ল্যাভোনয়েড। এতে থাকে অ্যান্টি–ইনফ্লেমেটরি প্রপার্টিজ। এটি শরীরে সাইক্লও-অক্সিজেনাস এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ঋতুকালীন ব্যথা কমে।
পেঁপেতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এবং চুল ভাল রাখতে সাহায্য করে।
এছাড়া পেঁপে পাতার রসও উপকারী। লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস। পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও কমায়। ক্যান্সারের ঝুঁকি কমাতেও পেঁপে পাতার জুড়ি মেলা ভার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -