Durga Puja Carnival: কাঁসর বাজালেন মমতা, নাচে-গানে জমাজমাট রেড রোড, পুজো কার্নিভাল ঘিরে উৎসবের আমেজ শহরে

Kolkata News: করোনার জেরে মাঝে বিরতি। দুবছর পর শহরে ফের পুজো কার্নিভাল।

কার্নিভালে মমতা বন্দ্য়োপাধ্যায়।

1/15
পুজো শেষ। উৎসবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল।
2/15
তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশ নেবে। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। প্রতিটি পুজো কমিটির তরফে সর্বাধিক ৫০ জন কার্নিভালে যোগ দিতে পারবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে।
3/15
পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা।
4/15
এ বছর রেড রোডে রয়েছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে থাকছে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।
5/15
চলন্ত বাইকে সপরিবারে দুর্গা, বাইকে সওয়ার হয়েই ঢাক-ঘণ্টা বাজিয়ে আরাধনা। কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টে মেগা কার্নিভালের সূচনা। স্টান্টে শুরু মেগা শো।
6/15
বাংলার দুর্গাপুজোর ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর রেড রোডে প্রথম কার্নিভাল। কাঁসর বাজালেন মুখ্যমন্ত্রী।
7/15
এই মুহূর্তে রেড রোড যেন উত্‍সব সরণি। আমন্ত্রিত বিদেশি অতিথিরাও। কড়া নিরাপত্তায় রেড রোড। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ। কার্নিভালে কড়া নিরাপত্তা।
8/15
কার্নিভালে মমতার পাশে রয়েছে টলিউডও। দেখা গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, জুন মালিয়ারা।
9/15
কার্নিভালে দেখা গেল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। ছিলেন পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তীও।
10/15
অন্য বছরের থেকে এ বছরের কার্নিভাল থেকে কিছুটা আলাদা। এ বছর রেড রোডের কার্নিভালে অংশ নিয়েছে ৯৫টি পুজো। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়।
11/15
পুজো কমিটি পিছু সর্বাধিক ৫০ জন করে থাকবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে।
12/15
পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে।
13/15
বিকেল সাড়ে ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত কার্নিভাল চলবে। বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
14/15
যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে উত্তরমুখী হসপিটাল রোড, খিদিরপুর রোড, রেড রোড, ক্যুইন্স ওয়ে ও পশ্চিমমুখী মেয়ো রোডের।
15/15
বিকল্প রাস্তা হিসেবে খোলা থাকবে জওহরলাল নেহরু রোড, এসপি মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, ডি এল খান রোড-সহ বেশ কিছু রাস্তা।
Sponsored Links by Taboola