Kolkata Tea Shop : চায়ের সঙ্গে বিনামূল্যে বিস্কুট, চিপস ! 'আড্ডার টানে' জমছে আসর
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বাঙালি মানেই আড্ডা। আর আড্ডা মানেই চা। আর সেই চায়ের সঙ্গে কিনা বিস্কুট ফ্রি। বিনামূল্যে চিপসও !
Kolkata Tea Shop
1/10
'আড্ডার টানে' জমছে আসর। যেখানে চায়ের সঙ্গে বিনামূল্যে বিস্কুট, চিপস !
2/10
চিংড়িঘাটা মোড় থেকে ক্যানাল সাউথ রোড ধরে কয়েক মিনিট হাঁটলেই বাঁ হাতে একটা চায়ের দোকান চোখে পড়বে।
3/10
নাম আড্ডার টানে। দেখতে আর পাঁচটা সাধারণ খাবারের দোকানের মতোই।
4/10
কিন্তু দোকানের গায়ের ক্যাপশন পড়লে আপনাকে থমকে দাঁড়াতেই হবে।
5/10
চায়ের সঙ্গে বিস্কুট ফ্রিতেই চমক শেষ নয়। বড় ভাঁড়ের চা কিনলে সঙ্গে বিনামূল্যে চিপস্ দেবার অঙ্গীকার করেছেন বিক্রেতা।
6/10
অর্থাৎ আপনি চা কিনবেন আর প্লেটের পাশে আপনি চলে আসবে বিস্কুট বা চিপস্।
7/10
কয়েক ভাঁড় চা নিয়ে অনেকটা আড্ডা দেওয়ায় আপত্তি নেই কর্তৃপক্ষের। তাই চায়ের সঙ্গে সময় কাটাতে দাবা এবং লুডোর ব্যবস্থাও আছে।
8/10
চায়ের ঠেকের নিরীখে এগুলো যদি বিপণনের চমক বলে ধরেও নিই, নিঃসন্দেহে আরো একটা অভিনব আয়োজন করেছেন এই ঠেকের কর্ণধার সঞ্জীব কুন্ডু।
9/10
এই দোকানের মধ্যেই লাগানো হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
10/10
এই সব অভিনব আয়োজনে মাত্র কয়েক মাসেই বসুন্ধরার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ‘আড্ডার টানে’। (ছবি ও প্রতিবেদন-সঞ্চয়ন মিত্র)
Published at : 30 Jul 2023 06:00 AM (IST)