Tram Yatra 2023 : কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি, দেখুন 'ট্রামযাত্রা ২০২৩'

কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি। ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত পালিত হচ্ছে ট্রামযাত্রা ২০২৩।

/West Bengal,District News,KOLKATA,Tram Yatra,Tram

1/10
একটা সময় তার ঘড়ঘড় শব্দে ঘুম ভাঙত শহরবাসীর৷ এখন সময় বদলালেও, পুরনো কলকাতার স্মৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে।
2/10
শহরের হেরিটেজ তালিকায় নাম রয়েছে, শতাব্দীপ্রাচীন এই যানের৷ হাই টেনশনে টিকি বাঁধা ট্রাম আজও দুলকি চালে ছুটে চলে, এক ডিপো থেকে আর এক ডিপোয়।
3/10
সেই ট্রাম নিয়ে এবার শুরু হল 'ট্রামযাত্রা ২০২৩'। কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২৪ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
4/10
WBTC-র সহয়োগিতায় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন ও ট্রামযাত্রা নামে একটি সংগঠন।
5/10
২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সূচনা হয় এসপ্ল্যানেডে। ২৬ তারিখ হবে ট্রাম প্যারেড। নোনাপুকুর ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে প্যারেড।
6/10
২৮ তারিখ পর্যন্ত চলবে ফটো এক্সিবিশন ও নানা অনুষ্ঠান। কলকাতার বিভিন্ন রাস্তায ঘুরবে সুসজ্জিত ট্রাম।
7/10
১ মার্চ ময়দান থেকে এসপ্ল্যানেড ট্রাম ডিপো পর্যন্ত হবে পদাত্রা। বাংলা আকাদেমিতে পরিবেশবান্ধব ট্রাম নিয়ে হবে আলোচনা।
8/10
২ তারিখ সমাপ্তি অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।
9/10
কলকাতার বুকে সবুজ পরিবহনের অন্যতম বড় মাধ্যম ক্রমশ হারিয়ে যাচ্ছে। একে একে হারিয়ে যেতে বসেছে ট্রাম সফর।
10/10
কিন্তু কলকাতা ট্রামের ১৫০ বছর যাতে কোনওভাবে বিস্মৃত না হয়। নস্টালজিয়ায় ভর করে যাতে বজায় থাকে ঐতিহ্য, সেই প্রচেষ্টাতেই বিশেষ 'ট্রাম যাত্রা'।
Sponsored Links by Taboola