Tram Yatra 2023 : কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি, দেখুন 'ট্রামযাত্রা ২০২৩'
একটা সময় তার ঘড়ঘড় শব্দে ঘুম ভাঙত শহরবাসীর৷ এখন সময় বদলালেও, পুরনো কলকাতার স্মৃতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহরের হেরিটেজ তালিকায় নাম রয়েছে, শতাব্দীপ্রাচীন এই যানের৷ হাই টেনশনে টিকি বাঁধা ট্রাম আজও দুলকি চালে ছুটে চলে, এক ডিপো থেকে আর এক ডিপোয়।
সেই ট্রাম নিয়ে এবার শুরু হল 'ট্রামযাত্রা ২০২৩'। কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২৪ তারিখ থেকে ২ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
WBTC-র সহয়োগিতায় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন ও ট্রামযাত্রা নামে একটি সংগঠন।
২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠানের সূচনা হয় এসপ্ল্যানেডে। ২৬ তারিখ হবে ট্রাম প্যারেড। নোনাপুকুর ট্রাম ডিপো থেকে এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে প্যারেড।
২৮ তারিখ পর্যন্ত চলবে ফটো এক্সিবিশন ও নানা অনুষ্ঠান। কলকাতার বিভিন্ন রাস্তায ঘুরবে সুসজ্জিত ট্রাম।
১ মার্চ ময়দান থেকে এসপ্ল্যানেড ট্রাম ডিপো পর্যন্ত হবে পদাত্রা। বাংলা আকাদেমিতে পরিবেশবান্ধব ট্রাম নিয়ে হবে আলোচনা।
২ তারিখ সমাপ্তি অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে।
কলকাতার বুকে সবুজ পরিবহনের অন্যতম বড় মাধ্যম ক্রমশ হারিয়ে যাচ্ছে। একে একে হারিয়ে যেতে বসেছে ট্রাম সফর।
কিন্তু কলকাতা ট্রামের ১৫০ বছর যাতে কোনওভাবে বিস্মৃত না হয়। নস্টালজিয়ায় ভর করে যাতে বজায় থাকে ঐতিহ্য, সেই প্রচেষ্টাতেই বিশেষ 'ট্রাম যাত্রা'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -