Dow Hill, Kurseong: মেঘের রাজ্য কার্শিয়াংয়ের এই রাস্তা পরিচিত 'ডেথ রোড' নামে, কিন্তু কেন?
পর্যটকদের প্রিয় গন্তব্য কার্শিয়াং
1/7
কার্শিয়াং বললেই প্রথমে মনে আসে মেঘে ভেজা একটা শহর। পাহাড়ের গায়ে, সবুজ মাখা জঙ্গল ও এক নীল আকাশ নিয়ে উত্তরবঙ্গের এই ছবির মতো শহরটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
2/7
তবে এর আরেকটি নামও রয়েছে। ল্যান্ড অফ অর্কিড। কার্শিয়াং এর স্থানীয় নাম খার্সাং, লেপচা ভাষায় এর অর্থ 'সাদা অর্কিডের দেশ'।
3/7
কার্শিয়াং থেকে ৫.২ কিলোমিটার দূরত্বে অবস্থিত পর্যটকদের আরেকটি জনপ্রিয় গন্তব্য ডাউহিল। কুয়াশা ঘেরা এই জায়গাটির সৌন্দর্য্য এটির মায়াবী রূপে।
4/7
বেশ কিছু গা ছমছমে ঘটনা এই জায়গাটিকে আরও রহস্যময় করে তুলেছে। একদিকে পাইন বনের সাড়ি, আরেক দিকে গভীর খাদ। মাঝে ডাউ হিলের ওই রাস্তা আজও রহস্যে মোড়া।
5/7
ডাও হিল থেকে ফরেস্ট অফিস পর্যন্ত রাস্তাকে ডেথ রোড বা মৃত্য়ু সড়ক বলে থাকে। কেন বলে? তা অনেকটাই 'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর'-এর মতো।
6/7
লোকমুখে শোনা যায়, জঙ্গলের ধারের এই রাস্তাতেই অনেকে বহু ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন। অনেক মৃত্যুর কাহিনীও শোনা যায় এই রাস্তাকে ঘিরে। এরপর থেকেই এই রাস্তার এমন নামকরণ হয়েছে।
7/7
তবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ঢেলে সাজানো এই শৈল শহর বর্তমানে পর্যটকের অন্যতম আকর্ষণস্থল। হোটেল, রেস্ট হাউসের পাশাপাশি হোম স্টে-ও রয়েছে। মেঘের রাজ্যে রহস্যেঘেরা এই শহরে তাই পর্যটকদের আনাগোনা চলতে থাকে বারো মাস।
Published at : 28 Nov 2021 08:32 AM (IST)