Mamata Banerjee: ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন মমতার, দিলেন সম্প্রীতির বার্তা

Christmas Carnival: আর কদিন পরেই বড়দিন। আলোর রোশনাইয়ে সেজেছে কলকাতা।

নিজস্ব চিত্র

1/10
বড়দিনের প্রস্তুতি তুঙ্গে। এদিন অ্যালেন পার্ক ও সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন সম্প্রীতির বার্তা।
2/10
জমাটি শীত নেই তো কী! বড়দিনের উৎসব তো থাকবেই। সেই সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর কেক। সঙ্গে আলোর সাজ।
3/10
অন্যান্য বছরের মতো এবার আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর। সন্ধে গড়াতেই রোশনাইয়ে চমক এলাকায়।
4/10
এদিনই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন, শান্তি ও সম্প্রীতির।
5/10
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একতাই শক্তি। দেশে ও বিশ্বে বজায় রাখতে হবে শান্তি সম্প্রীতি।'
6/10
অন্যদিকে, সেন্ট জেভিয়ার্স কলেজেও এদিন বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেক কেটে খাওয়ান সবাইকে।
7/10
এই বছর বড়দিনের পরেরদিনও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিন বক্তব্য রাখতে গিয়েও সেই ছুটির প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়।
8/10
শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে ইতিবাচক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
9/10
এদিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাল কার্নিভালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
10/10
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট অতিথি। ছবি: PTI এবং কলকাতা পুলিশের ফেসবুক অ্যাকাউন্ট
Sponsored Links by Taboola