Mamata Banerjee: ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন মমতার, দিলেন সম্প্রীতির বার্তা
বড়দিনের প্রস্তুতি তুঙ্গে। এদিন অ্যালেন পার্ক ও সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন সম্প্রীতির বার্তা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজমাটি শীত নেই তো কী! বড়দিনের উৎসব তো থাকবেই। সেই সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর কেক। সঙ্গে আলোর সাজ।
অন্যান্য বছরের মতো এবার আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর। সন্ধে গড়াতেই রোশনাইয়ে চমক এলাকায়।
এদিনই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন, শান্তি ও সম্প্রীতির।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একতাই শক্তি। দেশে ও বিশ্বে বজায় রাখতে হবে শান্তি সম্প্রীতি।'
অন্যদিকে, সেন্ট জেভিয়ার্স কলেজেও এদিন বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেক কেটে খাওয়ান সবাইকে।
এই বছর বড়দিনের পরেরদিনও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিন বক্তব্য রাখতে গিয়েও সেই ছুটির প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে ইতিবাচক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
এদিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাল কার্নিভালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট অতিথি। ছবি: PTI এবং কলকাতা পুলিশের ফেসবুক অ্যাকাউন্ট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -