Mamata Banerjee : হাসিমারায় আদিবাসীদের নাচের ছন্দে পা, ধামসা-মাদলের তালে মাতলেন মমতা

আদিবাসীদের নাচের ছন্দে পা মেলালেন মমতা

1/10
বুধবার, হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।
2/10
সেখান থেকে বকেয়া টাকা, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় নিশানা করেন তিনি।
3/10
কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহী মুখ্যমন্ত্রীকেই এদিন দেখা যায় একেবারে ভিন্ন মুডে।
4/10
হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে কখনও মেতে উঠলেন ধামসা-মাদলের তালে।
5/10
কখনও পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে।
6/10
বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার পুলিশের তরফে গণবিবাহের আয়োজন করা হয়। চারহাত এক হয় ৫১০জন নব দম্পতির।
7/10
সরকারের তরফে নববধূদের হাতে এদিন তুলে দেওয়া হয় রূপশ্রীর ২৫ হাজার টাকা। দেওয়া হয় গৃহস্থালির সরঞ্জাম ও নতুন পোশাক।
8/10
পাশাপাশি এদিনও ১০০দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা থেকে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন তিনি।
9/10
মমতা বলেন, কেন্দ্রীয় সরকার গম বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। ভোটের আগে উজ্জ্বলা দিয়েছিল, এখন কোথায়?
10/10
"ভোট আসবে তখন বলবে আলাদা রাজ্য দেব, চা বাগান খুলে দেব। আর ভোটের পর দেখুন জিনিসপত্রের দাম কোথায় পৌঁছেছে! রাজ্য ৫ কেজি করে চাল দিচ্ছে।" মন্তব্য মমতার।
Sponsored Links by Taboola