Mamata Banerjee : হাসিমারায় আদিবাসীদের নাচের ছন্দে পা, ধামসা-মাদলের তালে মাতলেন মমতা
বুধবার, হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখান থেকে বকেয়া টাকা, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে কড়া ভাষায় নিশানা করেন তিনি।
কেন্দ্রের বিরুদ্ধে রণংদেহী মুখ্যমন্ত্রীকেই এদিন দেখা যায় একেবারে ভিন্ন মুডে।
হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে কখনও মেতে উঠলেন ধামসা-মাদলের তালে।
কখনও পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে।
বুধবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার পুলিশের তরফে গণবিবাহের আয়োজন করা হয়। চারহাত এক হয় ৫১০জন নব দম্পতির।
সরকারের তরফে নববধূদের হাতে এদিন তুলে দেওয়া হয় রূপশ্রীর ২৫ হাজার টাকা। দেওয়া হয় গৃহস্থালির সরঞ্জাম ও নতুন পোশাক।
পাশাপাশি এদিনও ১০০দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা থেকে মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রকে নিশানা করেন তিনি।
মমতা বলেন, কেন্দ্রীয় সরকার গম বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। ভোটের আগে উজ্জ্বলা দিয়েছিল, এখন কোথায়?
ভোট আসবে তখন বলবে আলাদা রাজ্য দেব, চা বাগান খুলে দেব। আর ভোটের পর দেখুন জিনিসপত্রের দাম কোথায় পৌঁছেছে! রাজ্য ৫ কেজি করে চাল দিচ্ছে। মন্তব্য মমতার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -