Mamata Banerjee: নবান্নের ক্যান্টিনে হাজির মুখ্যমন্ত্রী, কথা বললেন কর্মীদের সঙ্গে, পরখ করলে খাবারও
সম্প্রতি রাজ্য সরকারের খাদ্য দফতরের তরফে শুরু হয়েছে 'খাদ্য ছায়া' কর্মসূচি। নবান্নে নয়া ক্যান্টিনের উদ্বোধনও করেছিলেন মুখ্যমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই প্রকল্পের অধীনে সারা রাজ্যে মোট ৫০টি ক্যান্টিন চালু করা হয়েছে। সবকটি ক্যান্টিনই চালাচ্ছে কোনও না কোনও স্বেচ্ছাসেবী সংস্থা।
সোমবার নবান্নে খাদ্য় ছায়া প্রকল্পের অধীনে শুরু হওয়া ক্যান্টিনে নিজে খাবার খেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নের ক্যান্টিনে হওয়া ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন রাজ্য সরকারের শীর্ষস্তরের আধিকারিকরা।
সোমবার নবান্নের ক্যান্টিন ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী। খাবারও পরখ করেছেন। তার ছবি সোশ্য়াল মিডিয়ায় তাঁর হ্য়ান্ডেল থেকে শেয়ারও হয়েছে।
ক্যান্টিনের কর্মীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের থেকে খুঁটিনাটি জানতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী হাতে দেবী দুর্গার একটি ছবি তুলে দেওয়া হয়।
মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। যত দিন যাচ্ছে, ততদিনই স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা আত্মনির্ভর হয়ে উঠছে বলেও লিখেছেন তিনি।
ফেসবুকের পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহিলাদের উন্নয়নে সবসময় কাজ করে যাবে পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের উন্নয়নের জন্য সমান সুযোগ তৈরির কাজও চলবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -