Exit Poll 2024
(Source: Poll of Polls)
Mamata Banerjee:বার্সেলোনার বাণিজ্য সম্মেলনে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'বাংলা মানে ব্য়বসা, বেঙ্গল মানে আতিথেয়তা', বার্সেলোনার বিশেষ বাণিজ্যিক সম্মেলন থেকে এটাই মূল বার্তা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরে নিজের ফেসবুক পেজে বার্সেলোনার বিশেষ বাণিজ্যিক সম্মেলনের বেশ কয়েকটি মুহূর্তের ছবিও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে লেখা, 'আমাদের প্রিয় বাংলার মধ্যে যে সম্ভাবনা ও স্বতঃস্ফূর্ততা রয়েছে, তার প্রতি আন্তরিক বিশ্বাস থেকেই আজ মঞ্চে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করেছি।'
একদিকে প্রতিভা ও শিল্পে বিনিয়োগের অনুকূল পরিবেশ, বাংলায় যে দুটি বিষয়েরই কমতি নেই সে কথা এদিনের বক্তৃতাতেও বার বার বোঝানোর চেষ্টা করেন তৃণমূলনেত্রী।
বলেন, 'মেধায় শীর্ষে বাংলা। ভারত আজ চাঁদে পৌঁছে গিয়েছে। সেই চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলার।'
এর পর আসে বাংলার শিল্পের প্রসঙ্গ। সে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, এই রাজ্যে সুলভে শ্রমিক মেলে। তা ছাড়া 'লৌহ আকরিক, বস্ত্র থেকে চটশিল্প, বাংলায় একাধিক শিল্পের সহাবস্থান রয়েছে', এমনও বলেন মমতা।
এই রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবা যে সম্পূর্ণ 'ফ্রি', সে প্রসঙ্গও ছুয়ে যান তিনি। নির্যাস ছিল একটাই, 'বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা।'
রাজ্যে লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিনে সেখানে মূলত হালকা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে।
তবে, মঙ্গলবার, বার্সেলোনার বাণিজ্য সম্মেলনে, রাজ্যের 'শিল্প-বিনিয়োগ' অনুকূল ছবি তুলে ধরার চেষ্টা করলেন। উল্লেখ্য, তাঁর বক্তৃতা শুরুর ঠিক আগে, মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা, আলাপন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকারের গত ১২ বছরের 'উন্নয়নের' খতিয়ান তুলে ধরেন। ওই মেয়াদে রাজ্য়ের 'গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট' সাড়ে তিন গুণ বেড়েছে, এ কথা জানানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -