Mamata Banerjee: ২৪-এর স্ট্রাটেজি, মণিপুর প্রসঙ্গ থেকে মোদিকে নিশানা! ২১-এর মঞ্চ থেকে আর কী বার্তা মমতার?
আজ ২১-এর মঞ্চে কী বার্তা মমতা?
1/10
কখনও ২৪-এর ভোটের রণকৌশল নিয়ে কথা বললেন। কখনও আবার মোদি সরকারের বিরোধীতায় সুর চড়ালেন। মণিপুর নিয়েও সরব হলেন বক্তৃতার মাঝেই। সবমিলিয়ে ২১-এর মঞ্চে রাজ্য তথা দেশ নিয়ে একাধিক বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী বললেন তিনি।
2/10
পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য আমি সব মানুষকে প্রণাম জানাই। অনুমতি পেলে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন করবেন সবাই । আমরা মণিপুরের মানুষদের পাশে আছি। মণিপুর জ্বলছে, কোথায় গেল বেটি বাঁচাও স্লোগান ? সারা দেশ আজ জ্বলছে। মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করলে দেশের মহিলারাই নির্বাচনে আপনাদের দূরে সরিয়ে দেবে'
3/10
সাত হাজার কোটি টাকা বাংলা পায়, বাংলার গরীব মানুষ পায়। সেই টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। গরীব মানুষের একশ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। প্রাপ্য টাকা না দিলে ২ অক্টোবর আমরা দিল্লিতে ধর্না দেব। সেদিন আমরা সবাই দিল্লি যাব। যেখানে আটকাবে সেখান থেকে দিল্লির আওয়াজ উঠবে'
4/10
'৫ অগাস্ট শান্তিপূর্ণ ঘেরাও হবে। ব্লকে ব্লকে বিজেপি নেতাদের ঘেরাও হবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও হবে, যাতে কেউ অবরুদ্ধ বলতে না পারে'।
5/10
'এখন ভারতের সব লড়াই ইন্ডিয়ার ব্যানারে হবে। কোনও চেয়ার আমরা চাই না, আমরা শুধু চাই দেশ থেকে বিজেপি বিদায় নিক'।
6/10
'বাংলার মতো এত সামাজিক সুরক্ষা প্রকল্প আর কোথাও নেই। এরাজ্যে ১১ শতাংশ দারিদ্র্য কমেছে। কর্মসংস্থান ৪০ শতাংশ বেড়েছে'।
7/10
'পঞ্চায়েত নির্বাচনে অরাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। পঞ্চায়েত নির্বাচনের দিন ১৫ জন মারা গেছে। ৭১ হাজার বুথের মধ্যে তিনটে জায়গায় গোলমাল হয়েছে। ভাঙড়ে হাঙররা গন্ডগোল করেছে। তৃণমূলের ১৮ জন খুন হয়েছে, সিপিএম ৩জন, বিজেপি-র ৩ জন খুন হয়েছে। আমরা সবাইকে ২ লক্ষ টাকা পরিবারকে দিচ্ছি, একজনকে চাকরি দিচ্ছি'।
8/10
বিজেপির এখন প্ল্যান তৈরি করে বাংলাকে অসম্মান করবে। নকল ভিডিও তৈরি করে বাংলাকে অসম্মান করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনা বলতে গিয়ে বাংলা, রাজস্থানের উল্লেখ করছেন। বিজেপ তো মানুষ মারার সওদাগর'
9/10
image 10
10/10
'মানুষের সঙ্গে জাতি-ধর্ম-সম্প্রদায়ের বিভেদ তৈরি করতে চাইছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেদিকে আপনাদের খেয়াল নেই। নির্বাচন এলেই শুধু প্রতিশ্রুতির পাহাড় তৈরি হতে থাকে। দিনের পর দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। ঘর ঘর মে একই ডাক, মোদি যাক মোদি যাক'
Published at : 21 Jul 2023 11:55 PM (IST)