Durga Puja 2022: মণ্ডপে দুর্গোৎসবের ইতিহাস, সাজছে বরানগর ছাত্র সম্মিলনী
সর্বজনীন থেকে বিশ্বজনীন। এবারের পুজোয় এই থিমেই সেজে উঠছে বরানগর ছাত্র সম্মিলনীর মণ্ডপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো যে হেরিটেজ সম্মানের স্বীকৃতি দিয়েছে, তার সূত্র ধরেই এই থিমের ভাবনা।
সঙ্গে আরও চমক রয়েছে। বাংলার দুর্গোৎসবের ইতিহাসের বৃত্তান্তও ছড়িয়ে থাকবে মণ্ডপের পরতে পরতে।
দুর্গোৎসবের ইতিহাসের সঙ্গে বর্তমানের বিরল মেলবন্ধনই মণ্ডপের থিমের অন্য়তম ভাবনা।
প্রত্যেক বছর কাতারে কাতারে দর্শনার্থী পুজো দেখবেন বলে এখানে ভিড় জমান। কলকাতা তো বটেই, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি থেকেও অনেকে আসেন এখানে।
শোনা যায়, ১৫৮০ খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ রায় প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। বাংলা তখন অবিভক্ত।
তার পর থেকে অবশ্য দুর্গাপুজোর চালচিত্রে অনেক কিছুই বদলে গিয়েছে। সেই বদলই তুলে ধরা হচ্ছে বরানগর ছাত্র সম্মিলনীর মণ্ডপসজ্জায়।
উৎসবের আনন্দ যাতে প্রকৃতির সঙ্গে ভারসাম্য নষ্ট না করে, সে দিকেও খেয়াল রেখেছেন উদ্যোক্তারা। থাকছে সবুজের ছোঁয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -