Republic Day 2024:সিসিটিভি থেকে মহিলা নিরাপত্তা, সব দিকে 'নজর' রাখবে নতুন চালু অত্যাধুনিক লোকাল ট্রেন
৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেলের নিত্য যাত্রীদের জন্য 'উপহার' পূর্ব রেলের। আজ, শুক্রবার, হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে অত্যাধুনিক এক লোকাল ট্রেনের উদ্বোধন করেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১২ কোচের এই লোকাল ট্রেনে যাত্রী সুবিধা বাড়ানো হয়েছে বলে খবর।ইস্পাতের তৈরি এই ট্রেনের প্রত্যেকটি কামরায় সিসিটিভি ও প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম লাগানো হয়েছে।
মহিলাদের কামরায় থাকবে প্যানিক বাটন। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে মহিলারা সরাসরি ট্রেনের চালককে অভিযোগ জানাতে পারবেন।
এছাড়া বেশ কয়েকটি কামরায দেশনায়ক এবং স্বাধীনতা সংগ্রামীদের ছবি দিয়ে সাজানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম জানিয়েছেন, যাত্রী স্বাচ্ছন্দ বাড়ানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে যাত্রীদেরও অনুরোধ জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।
আর্জি, তাঁরা যেন ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। কারণ এটা জাতীয় সম্পদ। ডিআরএম আরও জানান, ধীরে ধীরে অন্যান্য লোকাল ট্রেনের কামরাগুলিরও পরিবর্তন করা হবে।
সাল শুরুর প্রথম দিনেও রেলের তরফে উপহার পেয়েছিলেন এ রাজ্যের মানুষ। ওই দিন ভার্চুয়াল মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনে বালুরঘাট-শিয়ালদা নতুন ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী তাঁর বক্তব্যে জানান যে, উত্তরবঙ্গজুড়ে ২৬টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করবে রেল মন্ত্রক। পাশাপাশি পশ্চিমবঙ্গজুড়ে ৯৮টি স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করা হবে। বেলা বারোটা নাগাদ ট্রেনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার, উত্তর-পূর্ব রেলের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। এবার হাওড়া স্টেশনের নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে চালু অত্যাধুনিক লোকাল ট্রেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -