Lounge in Sealdah Station : অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ শিয়ালদা স্টেশনে ? ব্যবহারে কত খরচ ?
ঝাঁ চকচকে ফ্লোর। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল বসার জায়গা। শিয়ালদা স্টেশনে অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনাম অভিবাদন। থাকছে বিশাল টিভি স্ক্রিন। ম্যাসাজ চেয়ার।
ফুট স্পার ব্যবস্থা থেকে কফিশপের আদলে রুফ টপে বসে খাওয়ার জায়গা, কী নেই!
একনজরে দেখে মনে হতেই পারে কোনও বিমানবন্দরের লাউঞ্জ। এমনই অত্যাধুনিক।
এবার ট্রেনের অপেক্ষায় বিরক্তি নয়, এবার পুরোটাই বিনোদনের আমেজ।
শিয়ালদা স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশে দোতলায় তৈরি হয়েছে এই বিলাসবহুল লাউঞ্জ। ওপরে ওঠার জন্য রয়েছে লিফট।
এসি-নন এসি দু'ধরনের ওয়েটিং রুমেরই ব্যবস্থা রয়েছে। নন এসি ব্যবহার করা যাবে বিনামূল্যে।
এই লাউঞ্জ ব্যবহার করতে গেলে অতিরিক্ত গাঁটের কড়ি খরচ করতে হচ্ছে যাত্রীদের। করা যাবে অনলাইন পেমেন্টও।
এসি লাউঞ্জে বসার জন্য ঘণ্টায় ১০টাকা করে দিতে হচ্ছে। ব্যবস্থা রয়েছে শোয়ার। সেক্ষেত্রে ঘণ্টায় দিতে হচ্ছে ৭৫ টাকা।
এছাড়া মাসাজ চেয়ার, ফুট স্পা নিতে ১০ মিনিটে খরচ হবে ৭৫ টাকা।
বিশেষ আকর্ষণ কফিশপের আদলে রুফ টপে খাওয়া ও বসার জায়গা।
শিয়ালদা স্টেশনের হট্টগোলের মাঝে একটু নির্জনতা, সফর শুরু আগে কিছুটা আরাম।
শিয়ালদা স্টেশনে এবার থেকে যাত্রীদের জন্য অপেক্ষা করে থাকবে 'অভিবাদন'।
সামান্য কড়ি খরচ করলেই এবার থেকেই শিয়ালদা স্টেশনে ট্রেন ধরার মাঝের সময়ের বিরক্তি যাবে দূরে। সঙ্গী হবে ফুরফুরে সময় কাটানোর অবসর। (তথ্য-অরিত্রিক ভট্টাচার্য)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -