Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
North Bengal Safari Park:অপেক্ষার অবসান, সাড়ে চার মাস পর খুলল শিলিগুড়ির বেঙ্গল সাফারি
দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে আজ থেকে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, আজ থেকে খুলল এই পর্যটন কেন্দ্র ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরবঙ্গের পর্যটকদের কাছে বহুদিনই আকর্ষণের কেন্দ্রে এই পার্ক। অনেকে এখানে সাফারি করতে পাহাড়ে ওঠার আগে একদিন থেকেও যান সমতলে।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর পার্কের দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়।
পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান, ' বুধবার থেকেই খুলে দেওয়া হল সাফারি পার্ক। করোনার সমস্ত নিয়ম মেনেইপার্ক খোলা হয়েছে।''
যদিও পার্ক খোলা হলেও প্রথম দিনে পর্যটকের সংখ্যা কিছুটা কম।
তবে কর্তৃপক্ষের আশা, পার্কে দ্রুত ভিড় জমাবেন পর্যটকেরা।
করোনার প্রথম ঢেউয়ের সময় ২০২০এর মার্চ মাস থেকে অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হয় পার্ক।
এরপর আবার চালু করলেও ২০২১ এ মে মাসে পার্ক বন্ধ করে দেওয়া হয়।
বুধবার আবার সকলের জন্য পার্ক খুলে দেওয়া হল।
প্রায় সাড়ে চারমাস পর পার্ক খোলা হল। এতদিন পর পার্ক খোলায় খুশি পর্যটকেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -