Rail Roko Agitation:পৃথক কামতাপুর-সহ একাধিক দাবিতে রেল অবরোধ, আটকে ট্রেন
পৃথক কামতাপুর রাজ্য-সহ একাধিক দাবিতে অল কমতাপুর স্টুডেন্ট ইউনিয়নের (আকসু) ডাকে 'রেল রোকো' কর্মসূচির জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়ল ট্রেন ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appময়নাগুড়ি বেতগাড়া সংলগ্ন নুনিয়াবাড়ি এলাকায় এই কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে বেতগারা স্টেশনের কাছে রেল লাইনে 'কেপিপি' ও 'আকসু' সমর্থকদের জমায়েত হয়ে যায়।
রেল লাইনের ওপর বসে পড়েন আন্দোলনকারীরা। ফলে ধাক্কা খায় ট্রেন চলাচল। যেমন, বেতগারা স্টেশনে আটকে পড়ে গুয়াহাটিগামী 'বন্দে ভারত' আটকে। বিক্ষোভকারীদের মুখে স্লোগান, 'বিজেপি হঠাও, তৃণমূল হঠাও'। পরিস্থিতি সামলাতে হাজির রেল পুলিশ।
লাদা কামতাপুর রাজ্যের পাশাপাশি কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি দ্রুত শেষ করার দাবিতে এদিনের 'রেল রোকো' কর্মসূচি। তার জেরে ধাক্কা খায় ট্রেন পরিষেবা।
সকাল সাড়ে ৬টা থেকে আটকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস। অন্য একটি স্টেশনে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র মেল। আজ সকাল থেকে 'কামতাপুর পিপলস পার্টি' রেল অবরোধের ডাক দেয়।
আলাদা রাজ্য ও আলাদা ভাষার দাবি পাশাপাশি বিক্ষোভকারীদের অভিযোগ, উত্তরবঙ্গ বঞ্চিত। এদিন সকালে আপ-ডাউন দুটি লাইনেই বসে পড়েন বিক্ষোভকারীরা।
যতক্ষণ তাঁরা কোনও সদুত্তর না পাচ্ছেন, তত ক্ষণ আন্দোলন চলবে, জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটাতে বিপুল সংখ্যক রেল পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। বারবার কথা হচ্ছে রেল-কর্তাদের সঙ্গে।
পৃথক কামতাপুরের দাবিতে আগেও সরব হতে শোনা গিয়েছে আন্দোলনকারীদের। যেমন, গত বছর নভেম্বর মাসে পৃথক রাজ্যের দাবিতে বন্দুক হাতে তুলে আন্দোলনের হুমকি দেয় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। তার পরে এই 'রেল রোকো' ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -