Santragachi Bridge Closure : 'বন্ধ' থাকছে সাঁতরাগাছি ব্রিজ, বিকল্প রাস্তা ? রইল বিজ্ঞপ্তি

মেরামতির জন্য শনিবার থেকে প্রায় দেড়মাস, সাঁতরাগাছি উড়ালপুলে যান নিয়ন্ত্রণ করা হবে।

Howrah, KOLKATA, Santragachi Bridge, Santragachi Bridge Closure, alternative of santragachi bridge,west bengal

1/10
রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে সাঁতরাগাছি উড়ালপুল।
2/10
বিজ্ঞপ্তি জারি করে জানাল হাওড়া সিটি পুলিশ। ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
3/10
হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সাঁতরাগাছি উড়ালপুল।
4/10
সেই উড়ালপুলেরই স্বাস্থ্য ভাল নেই। সাঁতরাগাছি ব্রিজের এক্সপ্যানশন জয়েন্টে সমস্যা।
5/10
২১ টি এক্সপ্যানশন জয়েন্ট মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উড়ালপুলে যান নিয়ন্ত্রণ হতে চলেছে সাঁতরাগাছি উড়ালপুলে।
6/10
হাওড়া সিটি পুলিশের বিজ্ঞপ্তি, ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি যাতায়াত করতে পারবে। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
7/10
বড় গাড়ি ও পণ্যবাহী যান ডানলপ হয়ে বিটি রোড ধরে কলকাতায় ঢুকবে। সুবিধার্থে গাড়ির উইন্ডস্ক্রিনে গন্তব্য লিখে লাগিয়ে রাখার পরামর্শ।
8/10
১৬ নং জাতীয় সড়কমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা পেরিয়ে আন্দুল রোড দিয়ে।
9/10
আন্দুল রোড ও বিটি রোডের মতো ব্যস্ত রাস্তায় ট্রাফিকের চাপ অনেকটাই বাড়বে। প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করে সাঁতরাগাছি ব্রিজ দিয়ে।
10/10
দিনের ব্যস্ত সময়ে সেতু আংশিক বন্ধ থাকলে ভোগান্তির আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।
Sponsored Links by Taboola