Entertainment: পশ্চিমি থেকে ভারতীয়, সবেতেই সাবলীল সারা!
Sara Ali Khan: বড়পর্দায় হাতেখড়ি কেদারনাথ ছবিতে। তার পর আর ফিরে তাকাননি সইফ-কন্যা। অতরঙ্গি রে ছবিতে তাঁর অভিনয় একাংশের নজর কেড়েছে। তবে শুধু অভিনয়েই নিজেকে আটকে রাখেননি সারা।
পশ্চিম থেকে ভারতীয়, সব পোশাকেই দুরন্ত সারা
1/8
বড়পর্দায় হাতেখড়ি 'কেদারনাথ' ছবিতে। তার পর আর ফিরে তাকাননি সইফ-কন্যা। 'অতরঙ্গি রে' ছবিতে তাঁর অভিনয় একাংশের নজর কেড়েছে।
2/8
তবে শুধু অভিনয়েই নিজেকে আটকে রাখেননি সারা। সোশ্যাল মিডিয়ায় নানা ছবিতে নানা 'অবতার'-এ দেখা যায় তাঁকে।
3/8
পশ্চিমি হোক বা আদ্যন্ত ভারতীয় সাজ, সবেতেই সমান সাবলীল সারা।
4/8
কখনও গ্ল্যামারস 'অনসম্বল' পোশাকে ভক্তদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। পোশাকের সঙ্গে মানানসই ছিল সাজ, এমনকী প্রসাধনও।
5/8
শাড়িতেও মোহময়ী লাগছিল তাঁকে। কমেন্ট সেকশনে নজর রাখলেই বোঝা যায় তাঁর জনপ্রিয়তা।
6/8
মণীশ মলহোত্রার এই সোনালি লেহঙ্গাতেও সকলকে মুগ্ধ করেছেন সইফ-কন্যা।
7/8
অভিনেত্রী হিসেবে তিনি যে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা, সেটি তাঁর ফলোয়ার সংখ্যা থেকেই স্পষ্ট।
8/8
একসঙ্গে ৩টি ছবির কাজও সামলাচ্ছেন সারা। সব মিলিয়ে জমজমাট কেরিয়ার।
Published at : 10 Nov 2022 04:03 PM (IST)