Sikkim Landslide:সোমের পর ফের ধস মঙ্গলে, যোগাযোগ বন্ধ পশ্চিমঙ্গ-সিকিমের
সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে ফের সিকিমের মিমথামে শান্তিনগরে ১০ নাম্বার জাতীয় সড়কে ধস। যোগাযোগ বন্ধ বাংলা সিকিমের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত দুইদিন ধরে দক্ষিণ সিকিমে অবিরাম বৃষ্টির জেরে ফের ভোর রাতে ধস নামে সিমথামের এতে পুরোপুরি বন্ধ হয়ে যা ১০ নম্বর জাতীয় সড়ক। বাংলা সিকিমের বহু গাড়ি আটকিয়ে পরে দুই ধারে যোগাযোগ বন্ধ বাংলা সিকিমের।
সিকিমের প্রশাসনের তরফ থেকে ধস সরানো কাজ শুরু হয়েছে। শেষ পর্যন্ত যা খবর, তাতে ৪ জন মারা গিয়েছে বলে জানা যাচ্ছে।
সোমবারের পর মঙ্গলবার ভোর রাতে ফের সিকিমের মিমথামে শান্তিনগরে ১০ নম্বর জাতীয় সড়কে ধস। যোগাযোগ বন্ধ বাংলা সিকিমের। গত দু'দিন ধরে দক্ষিণ সিকিমে অবিরাম বৃষ্টির জেরে ভোর রাতে ধস নামে।
বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। বাংলা সিকিমের বহু গাড়ি রাস্তায় আটকে । সিকিম প্রশাসনের তরফ থেকে ধস সরানো কাজ শুরু হয়েছে বলে খবর
গত সন্ধে থেকে তুমুল বৃষ্টি হচ্ছে সিকিমে। সড়কের হাল খারাপ, বিপুল ধাক্কা খেয়েছে যান-চলাচল। ধসের অংশ জমে শান্তিনগরের কাছে ১০ নম্বর জাতীয় সড়ক আটকে পড়ায় যোগাযোগের হাল আরও খারাপ হয়েছে। সেই সব আবর্জনা সরানোর কাজ চলছে। ভারতীয় আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ১০১.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিকিমে। সার্বিক ভাবে হাল বেশ খারাপ সিকিমের।
আগেই, সিকিমের দক্ষিণ অংশে বিধ্বংসী বানের তোড়ে ৮টি বাড়ি তলিয়ে গিয়েছিল, ৩ জনের মৃত্যু হয়। ইয়াংগ্যাং এলাকার মাজুয়া গ্রামের বহু মানুষ এখনও ঘরছাড়া। মৃতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেলেও তৃতীয় জনের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
আজ জানা যায়, মোট ৪ জনের প্রাণ গিয়েছে। ভেসে গিয়েছে ১২টি বাড়ি। প্রশাসন সূত্রে খবর, ভালে দুঙ্গা থেকে আচমকা হড়পা বান এসে মাজুয়া গ্রামের প্রায় সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়।
প্রাণহানির পাশাপাশি সম্পত্তির বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে। ইয়াংগ্যাং এলাকা-লাগোয়া বিস্তীর্ণ অঞ্চলও বিপর্যয়ের কবলে, জানাচ্ছে প্রশাসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -