SLST Protest:ধর্মতলায় ৫০০ দিনে পড়ল প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন, ঝাঁঝ বাড়ল বিক্ষোভের
চাকরি চেয়ে দিনের পর দিন পথে। ধর্মতলায় ৫০০ দিনে পড়ল প্রাথমিক চাকরিপ্রার্থীদের আন্দোলন। মুখে কালি মেখে, নিজেদের প্রতীকী চাবুক মেরে প্রতিবাদ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০ বছরের বঞ্চনা, মানছি না মানব না। স্লোগান তুলে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
পড়শি রাজ্য বিহারে,১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষক স্থায়ী হয়েছেন। কিন্তু বাংলায় মাসের পর মাস রাস্তায় চাকরিপ্রার্থীরা। এই সমস্যা মিটবে কবে?
চাকরিপ্রার্থীদের আর্জি, প্রয়োজনে দু'ঘা চাবুক মারুক সরকার। কিন্তু তাঁদের চাকরির ব্যবস্থা করা হোক।
বিক্ষোভকারীদের বক্তব্য, যোগ্য হওয়া সত্ত্বেও এখনও পাননি তাঁরা। কচিকাঁচাদের পড়ানোর কথা ছিল যাঁদের, তাঁরা এখন রাস্তায়। হয়নি চাকরি।
তাঁদের ক্ষোভ, যাঁরা ফাঁকা ওএমআর শিট জমা দিয়েছিলেন তাঁরাই পড়াচ্ছেন। এদিন প্রতীকী প্রতিবাদ করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন।
এর আগে, নবম থেকে দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে গত মাসেই বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সকলের প্রশ্ন ছিল, দুই ঘণ্টার বৈঠক শেষে তবে মিটল দীর্ঘদিনের জটিলতা ? পুরোপুরি না কাটলেও সরকারের তরফে 'আশার আলো' দেখতে পেয়েছেন এসএলএসটি আন্দোলনকারীর দল।
কিন্তু আখেরে জট মিটল কই? প্রাথমিকের এসএলএসটি চাকরিপ্রার্থীদেরই বা কী হবে? আজও তীব্র আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। কেউ কেউ বলেন, 'চোখের জলের হিসেব হবে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -