Sandakphu Snowfall: বসন্তে বরফঢাকা সান্দাকফু! বৃষ্টিভেজা হাওয়া কনকনে পাহাড়
সকাল থেকেই দার্জিলিং, সান্দাকফু ও লাগোয়া এলাকায় কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল থেকেই দার্জিলিং, সান্দাকফু ও লাগোয়া এলাকায় কনকনে ঠান্ডা হাওয়া।
বছরের এমন সময়ে হঠাৎ তুষারপাত সান্দাকফুতে । সারারাত তুষারপাতের পরে বরফে ঢেকেছে গোটা সান্দাকফু।
দার্জিলিং শহর, লাগোয়া এলাকা এবং পাহাড়ের নানা কোণে ছিটেফোঁটা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েই রেখেছিল আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গে কেমন আবহাওয়া হবে, তার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
১৯ মার্চ রবিবার: উত্তরবঙ্গের সব জেলাতে ই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
২০ মার্চ সোমবার: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।
২১ মার্চ মঙ্গলবার: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে উত্তরবঙ্গের চা বাগান এবং উত্তর ও দক্ষিণবঙ্গের আমবাগানের ক্ষতি হতে পারে। যারা এখনো আলু তোলেননি সেই আলু চাষীদের ক্ষতি হতে পারে। এছাড়াও সবজি চাষে ক্ষতি হওয়ার আশঙ্কা।
রাজস্থান থেকে বিহার পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান। ঝাড়খণ্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরো একটি অক্ষরেখার অবস্থান। অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ছত্রিশগড় ও ঝাড়খন্ড এলাকায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -