Sovan-Baisakhi: 'ও মায়ের ছেলেই' জামাইষষ্ঠীর দুপুরে শোভনকে নিজের হাতে খাওয়ালেন বৈশাখী
রসে-বসে ভরা মজাদার লাইফস্টাইল তাঁদের। এ হেন জীবন-যাপনের কারণে হামেশাই সংবাদের শিরোনামে থাকেন তাঁরা। শোভন-বৈশাখী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক সময়ে সক্রিয় রাজনীতি করেছেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। অধ্যাপিকার পদ সামলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। তবে এখন জমিয়ে সংসার করছেন এই যুগল।
আজ জামাইষষ্ঠীর দিনেও জমজমাট ছিল শোভন-বৈশাখীর সংসার। আয়োজনের খামতি ছিল না এতটুকুও। পঞ্চব্যঞ্জন রেঁধে শোভনকে কার্যত জামাই-আদরে ষষ্ঠী পালন করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
লাল টকটকে শাড়িতে সেজে শোভনকে নিজের হাতে পায়েস খাওয়ালেন বৈশাখী, দিলেন প্রদীপের আশিসও। এদিন দুপুরে মেরুণ পাঞ্জাবিতে সেজেছিলেন শোভন।
রবিবার সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন বৈশাখী (Baisakhi Sovan Banerjee) নিজেই। আর সব কিছুর জন্য ধন্যবাদ জানিয়েছেন মাকে।
ফেসবুকে বৈশাখী লিখেছেন, 'জামাইষষ্ঠী মানে মা ষষ্ঠীর পুজো। আজ মায়ের নির্দেশ অনুযায়ী সব পালন করেছি। শোভন যত না মায়ের জামাই, তার থেকেও বেশি ছেলের মতো। মহুল এবং আমরা আমাদের প্রিয় খাবার খেয়েছি। যদিও মায়ের শারীরিক অবস্থা ভাল নেই, তাও আমাদের তিনজনের জন্য সমস্ত আয়োজন করেছেন তিনি।
মায়ের উদ্দেশে তিনি আরও লিখেছেন, আসলে মা তো মা-ই হন। তিনি সবকিছুর তদারকি করে গিয়েছেন। যদিও সমস্ত আচার-আচরণ নিজের হাতে পালন করতে না পারায় মা আফসোস করেছেন। আমরা তোমাকে ভালবাসি মা'।
আজ জামাইষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির। আর জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ, পাতে রকমারি পদ। চিংড়ি থেকে মাটন। জম্পেশ মেনু।
কব্জি ডুবিয়ে ভূরিভোজের দিন বাংলার জামাইদের। জমজমাট জামাইষষ্ঠী সেলেব বাড়িতেও।
আর সেই আদর-আপ্যায়ন থেকে বাদ গেলেন না শোভব চট্টোপাধ্যায়ও। শাশুড়ি না পারলেও বৈশাখী নিজের হাতে করেছেন সব। পঞ্চব্যাঞ্জন রেঁধে-বেড়ে দিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -