swasthyasathi : আবেদন করলেও মেলেনি স্বাস্থ্যসাথী কার্ড ? কী পদ্ধতিতে এগোবেন
যে পরিবারের কোনও সদস্যেরই স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi Card) নেই তাঁরা আবেদন করতে পারবেন। পরিবারপিছু একটি করে কার্ড দেওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিবারের কোনও সদস্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা ই এস আই বা সরকার পোষিত কোনও হেলথ ইনসিওরেন্স বা অ্যাসিওরেন্স স্কিমের অন্তর্ভুক্ত না হলেই করা যাবে আবেদন।
সরকারি বা সরকারি সংস্থা থেকে চিকিৎসার জন্য কোনও ভাতা পান না কেবলমাত্র এমন পরিবারই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ নতুন কার্ডের জন্য ফ্রম 'বি'- তে আবেদন করতে হবে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সে ক্ষেত্রে আবেদনকারীকে ফর্ম 'A'-তে আবেদন করে পরিবারে সঙ্গে তালিকায় যুক্ত হতে হবে।
যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড পাননি তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। শীঘ্রই তাঁরা কার্ড পাবেন। (রেজিস্টার্ড মোবাইল নম্বর বা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে এই সম্পর্কিত তথ্য মিলবে)
স্বাস্থ্যসাথী কার্ডে থাকা কোনও সদস্যের নাম বাদ দিতে হলে ফর্ম 'D'-তে আবেদন করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধীকৃত সদস্যের দেওয়া কোনও তথ্যগত ভুল থাকলে সে ক্ষেত্রে সংশোধনের জন্য ফর্ম 'C'-তে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধীকৃত সদস্যের দেওয়া কোনও তথ্যগত ভুল থাকলে সে ক্ষেত্রে সংশোধনের জন্য ফর্ম 'C'-তে উপযুক্ত প্রমাণসহ আবেদন করতে হবে।
য়েবসাইটে জানানো হয়েছে, নামের বানান ভুল বা ছোটখাট কোনও ভুলের জন্য স্বাস্থ্যসাথীর পরিষেবা পেতে কোনও অসুবিধা হয় না। সে ক্ষেত্রে ফর্ম সি ফিলআপ করার প্রয়োজন নেই।
আবেদনকারী ও পরিবারের সকল সদস্যের নাম ঠিকানাসহ সংশ্লিষ্ট ফর্ম পূরণ করতে হবে। যাঁর নামে কার্ড তাঁর মোবাইল নম্বর প্রয়োজনীয়।
পরিবারের সকল সদস্যের আধার কার্ড বা খাদ্যসাথী কার্ডের জেরক্স কপি জমা দিয়ে তবেই আবেদন করতে হবে। মিলবে বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে চিকিৎসার সুবিধা।
রাজ্য ও ভিনরাজ্যসহ ১৫০০ নির্ধারিত হাসপাতালে পরিষেবার সুবিধা পাওয়া যাবে স্বাস্থ্যসাথী কার্ডে। সকল জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -