TET পরীক্ষা রবিবার, কী কী খেয়াল রাখতে হবে, শেষ মুহূর্তে এক ঝলকে
ইতিমধ্যেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড (Admit Card) পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৈধ অ্যাডমিট কার্ড ছাড়া কোনও অবস্থাতেই কোনও পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য পর্ষদ নির্দিষ্ট ওয়েবসাইট (wbbpe.org) থেকে সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার্থীকে।
পরীক্ষাকে কেন্দ্র করে একগুচ্ছ বিধি-নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBPE)।
বিধিনিষেধ রয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সংক্রান্তও। পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা রয়েছে পরীক্ষাকেন্দ্রের ভিতরেও।
প্রত্যেক পরীক্ষার্থীর জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ থাকবে পরীক্ষাকেন্দ্রে।
কোনও পরীক্ষার্থী নিজ সিট ব্যতীত অন্য সিটে বসলে বা রুম পরিবর্তন করলে অবিলম্বে তার পরীক্ষা বাতিল হবে।
কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি করতে হবে ১৪৪ ধারা।
প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -