TET পরীক্ষায় একাধিক নিষেধাজ্ঞা, খেয়াল রাখুন পরীক্ষাকেন্দ্রে কোন- কোন জিনিসে না
ঘড়ি, গয়না পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। কোনও স্টেশনারি বস্তু, লিখিত বা ছাপানো অবস্থায় পরীক্ষাকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া যাবে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়ে যাওয়া যাবে না কাগজের টুকরো, জ্যামিতি/পেন্সিল বাক্স, প্লাস্টিকের পাউচ, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড।
পেন ড্রাইভ, ইরেজ়ার, লগ টেবল, ইলেকট্রনিক পেন/ স্ক্যানার, কার্ডবোর্ড ইত্যাদিতেও নিষেধাজ্ঞা।
ক্যামেরা, ওয়ালেট, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার গয়না ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না।
যা বেআইনিভাবে ব্যবহৃত হতে পারে সেরকম কোনও বস্তু ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
পরিদর্শকের বিশেষ অনুমতি ছাড়া কোনও পরীক্ষার্থী পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত আসন বা পরীক্ষাকেন্দ্র ছাড়তে পারবেন না।
পরীক্ষাকেন্দ্রে ধূমপান, গুটখার ব্যবহার, থুতু ফেলা বা সমগোত্রীয় কোনও জিনিসের ব্য়বহার কঠোরভাবে নিষিদ্ধ।
পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনওপ্রকার চা, কফি, ঠান্ডা পানীয় বা কোনও ধরনের স্ন্যাকস ব্য়বহারের অনুমতি নেই।
কোনও পরীক্ষার্থী নিজ সিট ব্যতীত অন্য সিটে বসলে বা রুম পরিবর্তন করলে অবিলম্বে তার পরীক্ষা বাতিল হবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য পরীক্ষা কেন্দ্রের চারপাশে জারি করতে হবে ১৪৪ ধারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -