TMC 21st July: মূল্যবৃদ্ধি থেকে শিল্প-চাকরি, লোকসভা ভোটের রণকৌশল! ২১ জুলাই আর কী বার্তা দিলেন তৃণমূল নেত্রী?
গতবছর হাইভোল্টেজ বিধানসভা ভোটে জিতে, তৃতীয়বার এরাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। মুখ্যমন্ত্রিত্বের হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সামনের বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার পরের বছর আরও বড় লড়াই। ২০২৪’এর লোকসভা ভোট। বৃহস্পতিবার একুশে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা বড় অংশ জুড়েই ছিল এই সংক্রান্ত বার্তা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত কয়েকমাস ধরে একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্প নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠেছে। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছেন মমতা। পাশাপাশি পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির মতো বিষয়কে হাতিয়ার করে সরব হয়েছেন তিনি। আজ একুশের সভা থেকে কী বার্তা দিলেন নেত্রী? দেখে নিন এক ঝলকে।
'আজকে এত বৃষ্টিতেও, আপনাদের সরাতে পারেনি, তখন মনে রাকখবেন ,মানুষের এই বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভাসিয়ে নিয়ে যাবে। আমাদের মেরুদণ্ড সোজা, ওদের বেকা। এদের একদিকে ইডি-সিবিআই, একদিকে আয়কর অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে থাকি'।
'বিজেপি খুব হাসছিল, সিপিএম কাদছিল, অন্যরা হাসছিল, গেল এত কষ্ট করে একুশে জুলাইয়ে এসেছে, তৃণমূলের মিটিং নষ্ট হয়ে গেল। দেখ কখনও রোদ-কখনও বৃষ্টি। কখনও দগ্ধ-কখনও মিষ্টি। দেখুন সূর্য জেগে উঠেছে। বলছে এগিয়ে যাও'।
'বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে, বাংলায় অনেক ভাবে হারানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ২০২১ মানুষ দেখিয়ে দিয়েছে। ২১ কখনও ভুলতে দেয় না। তাই তো বলি আবার আবার ফিরে এসো ২১ বারবার'।
'বিজেপির সরকার, বেড়াল তপস্যির সরকার। এখনও বিল আনছে। সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে ৮০ হাজার চাকরি উঠিয়ে দিয়েছে। অগ্নিপথে ২০ হাজার নেবে বলে, তাহলে তো ৮০ হাজার উঠিয়ে দিল, এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিচ্ছে। পুরনো পার্লামেন্ট সেটাও দিয়ে দিয়েছে। কোনও কিছু মানে না'।
'মা-বোনেরা কোথায়? ওরা আসলে মুড়ি খেতে দেবেন। ওটায় জিএসটি লাগবে না। শুধু বলে ভাগাভাগি করে দেবে। ট্রাইবাল কার্ড খেলছে, বালবার বলছি ট্রাইবারদের অধিকার দাও, দিচ্ছে না। কখনও বৌদ্ধ দিতে খলেছে। কাউকে সম্নান দিতে পারে না। আগামী দিন দিল্লি কখল করবে কারা? বিজেপিকে হারাতে তৈরি আছেন?'
'কেউ তৃণমূলের নামে টাকা তুললে, থানায় নিয়ে যাবেন। কোনও কর্মী খেতে না পেলে, আমায় বলবেন'।
'মানুষের সরকার আনো, ২৪’এর ভোট, ভোট ফর রিজেকশন। প্রত্যেকটা সিট জিততে হবে, ত্রিপুরা, আসাম, গোয়া, ইউপি, বিহারে জিততে হবে। আমরা আমাদের বন্ধুদের সমর্থন করব'।
রোগী বিছানায় ভর্তি হলে জিএসটি, বেড ভাড়াতেও জিএসটি, মরে গেলে কত জিএসটি? আর মৃতদেহের খাট কিনতে গেলে কত জিএসটি?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -