Abhishek Banerjee: গাড়ির ছাদ থেকে ইটাহারে প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
'যতই হেনস্থা করুক, মাথা নত করব না', ইটাহারের সভা থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাড়ির ছাদে উঠে বলেন, 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে।' কিন্তু কোনও কিছুতেই তিনি মাথা নত করবেন না, স্পষ্ট বার্তা অভিষেকের।
সোমবার নাম না করে উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক।
বলেন, 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে।'
অভিষেকের কথায়, 'এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল।'
সোমবারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।
সোমবার করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দেন অভিষেক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -