Abhishek Banerjee: গাড়ির ছাদ থেকে ইটাহারে প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Itahar Meeting:যতই হেনস্থা করুক, মাথা নত করব না, ইটাহারের সভা থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ।গাড়ির ছাদে উঠে বলেন, ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে হেনস্থা করছে।
গাড়ির ছাদ থেকে ইটাহারে প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
1/8
'যতই হেনস্থা করুক, মাথা নত করব না', ইটাহারের সভা থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ।
2/8
গাড়ির ছাদে উঠে বলেন, 'ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে।' কিন্তু কোনও কিছুতেই তিনি মাথা নত করবেন না, স্পষ্ট বার্তা অভিষেকের।
3/8
সোমবার নাম না করে উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন অভিষেক।
4/8
বলেন, 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে।'
5/8
অভিষেকের কথায়, 'এমনিতে শনির দশা চলছিল, ও ঢোকার পর রাহু ও কেতু দুটোর দশাই সংযোজিত হয়েছে। ও যত থাকবে তৃণমূলের লক্ষ্মী, খুব ভাল।'
6/8
সোমবারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
7/8
কিছুদিন আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ও তারপর রাজবংশী যুবককে গুলি করে খুনের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ।
8/8
সোমবার করণদিঘির সভার পর হেমতাবাদে এক রাজবংশী বাড়ির দাওয়ায় বসে তাঁদের সঙ্গে কথা বলার পাশাপাশি সন্ধে বেলা তাঁদের সঙ্গে চা খাওয়াতেও যোগ দেন অভিষেক।
Published at : 01 May 2023 09:38 PM (IST)