BSF rescued Peacock: চোরাচালানকারীদের হাত থেকে দুটি সাদা ময়ূরকে উদ্ধার করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার দুটি পূর্ণবয়স্ক সাদা ময়ূর

1/10
বাংলাদেশ থেকে চোরাপথে নিয়ে আসা হয়েছিল ভারতে।
2/10
শেষে সীমান্তরক্ষী বাহিনী উদ্ধার করল দুটি সাদা ময়ূরকে।
3/10
যদিও ময়ূর পাচারের ঘটনায় চোরাকারবারিরা পালিয়ে যায়।
4/10
ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে।
5/10
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই চোরাকারবারী বাজারের ব্যাগে করে দুটি পূর্ণবয়স্ক সাদা ময়ূরকে বাংলাদেশ থেকে এ-রাজ্যে নিয়ে আসছিল।
6/10
সেই সময়ে চোরাকারবারিদের থেকে পূর্ণবয়স্ক দুটি সাদা ময়ূরকে উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।
7/10
জানা যাচ্ছে, দুটি ময়ূরই সুস্থ রয়েছে।
8/10
উদ্ধার করার পর ময়ূরদুটিকে নদিয়া-মুর্শিদাবাদ বনবিভাগের রানাঘাট ফরেস্ট অফিসারের হাতে তুলে দেওয়া হয়।
9/10
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ময়ূর দুটি বর্তমানে সুস্থ রয়েছে। তারা নজর রেখেছেন ময়ূর দুটির ওপর।
10/10
তাদের চিকিৎসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। (ছবি ও তথ্য-সুজিত মণ্ডল, নদিয়া)
Sponsored Links by Taboola