BSF rescued Peacock: চোরাচালানকারীদের হাত থেকে দুটি সাদা ময়ূরকে উদ্ধার করল বিএসএফ
বাংলাদেশ থেকে চোরাপথে নিয়ে আসা হয়েছিল ভারতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশেষে সীমান্তরক্ষী বাহিনী উদ্ধার করল দুটি সাদা ময়ূরকে।
যদিও ময়ূর পাচারের ঘটনায় চোরাকারবারিরা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাটিয়ারী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে।
বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই চোরাকারবারী বাজারের ব্যাগে করে দুটি পূর্ণবয়স্ক সাদা ময়ূরকে বাংলাদেশ থেকে এ-রাজ্যে নিয়ে আসছিল।
সেই সময়ে চোরাকারবারিদের থেকে পূর্ণবয়স্ক দুটি সাদা ময়ূরকে উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।
জানা যাচ্ছে, দুটি ময়ূরই সুস্থ রয়েছে।
উদ্ধার করার পর ময়ূরদুটিকে নদিয়া-মুর্শিদাবাদ বনবিভাগের রানাঘাট ফরেস্ট অফিসারের হাতে তুলে দেওয়া হয়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ময়ূর দুটি বর্তমানে সুস্থ রয়েছে। তারা নজর রেখেছেন ময়ূর দুটির ওপর।
তাদের চিকিৎসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে। (ছবি ও তথ্য-সুজিত মণ্ডল, নদিয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -