Holi 2023:রাজ্যজুড়ে দোলের মেজাজ, কিছু মুহূর্ত একনজরে

West Bengal Dol Purnima 2023:খোল দ্বার খোল, লাগল যে দোল। আর মেরেকেটে কয়েকটা ঘণ্টা, তার পরই রং-আবিরের ছোঁয়ায় সাজবে রাজ্য। তবে উদযাপনের জন্য কবেই বা তিথি-নক্ষত্রের অপেক্ষা করেছে বাঙালি?

রাজ্যজুড়ে দোলের মেজাজ, কিছু মুহূর্ত একনজরে

1/8
'খোল দ্বার খোল, লাগল যে দোল'। আর মেরেকেটে কয়েকটা ঘণ্টা, তার পরই রং-আবিরের ছোঁয়ায় সাজবে রাজ্য। তবে উদযাপনের জন্য কবেই বা তিথি-নক্ষত্রের অপেক্ষা করেছে বাঙালি?
2/8
নদিয়ায় যেমন নানা রঙের সাজে আজই সেজে উঠেছেন তরুণীরা। একটুকরো ধরা পড়ল ক্যামেরায়।
3/8
রঙের উৎসবে মেতে উঠেছে আগরতলাও। এই উৎসব আসলে সব রকম বৈরী ভুলে কাছে টেনে নেওয়ার উপলক্ষ্য।
4/8
নদিয়ারই অন্যত্র আবার হলুদ আবির নিয়ে খেলায় ব্যস্ত কিশোরী। বসন্তোৎসবে আর কতক্ষণ? তার আগে তুঙ্গে তোড়জোড় ।
5/8
বসন্তোৎসবের পরশ লেগে গিয়েছে খাস মহানগরে। বন্ধুদের সঙ্গে রঙের উচ্ছ্বাসে ব্যস্ত তরুণীরা।
6/8
এই উৎসবে যে রাধাকৃষ্ণের অনুষঙ্গ আসবেই, তাও জানা। দোলপূর্ণিমা উপলক্ষ্যে তাই রাধা-কৃষ্ণ রূপে সেজেছে খুদের দল।
7/8
বসন্ত মানে গাছে গাছে নতুন ফুলের রং। রঙের উৎসবে সেই ছোঁয়া থাকবে না, তাও কি হয়?
8/8
দোলপূর্ণিমা মানেই প্রভাতফেরী। সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদের রাস্তায় সেই অনুষ্ঠানেরই ঝলক দেখা গেল এদিন। (ছবি:PTI)
Sponsored Links by Taboola