Holi 2023:রাজ্যজুড়ে দোলের মেজাজ, কিছু মুহূর্ত একনজরে
'খোল দ্বার খোল, লাগল যে দোল'। আর মেরেকেটে কয়েকটা ঘণ্টা, তার পরই রং-আবিরের ছোঁয়ায় সাজবে রাজ্য। তবে উদযাপনের জন্য কবেই বা তিথি-নক্ষত্রের অপেক্ষা করেছে বাঙালি?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনদিয়ায় যেমন নানা রঙের সাজে আজই সেজে উঠেছেন তরুণীরা। একটুকরো ধরা পড়ল ক্যামেরায়।
রঙের উৎসবে মেতে উঠেছে আগরতলাও। এই উৎসব আসলে সব রকম বৈরী ভুলে কাছে টেনে নেওয়ার উপলক্ষ্য।
নদিয়ারই অন্যত্র আবার হলুদ আবির নিয়ে খেলায় ব্যস্ত কিশোরী। বসন্তোৎসবে আর কতক্ষণ? তার আগে তুঙ্গে তোড়জোড় ।
বসন্তোৎসবের পরশ লেগে গিয়েছে খাস মহানগরে। বন্ধুদের সঙ্গে রঙের উচ্ছ্বাসে ব্যস্ত তরুণীরা।
এই উৎসবে যে রাধাকৃষ্ণের অনুষঙ্গ আসবেই, তাও জানা। দোলপূর্ণিমা উপলক্ষ্যে তাই রাধা-কৃষ্ণ রূপে সেজেছে খুদের দল।
বসন্ত মানে গাছে গাছে নতুন ফুলের রং। রঙের উৎসবে সেই ছোঁয়া থাকবে না, তাও কি হয়?
দোলপূর্ণিমা মানেই প্রভাতফেরী। সঙ্গে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদের রাস্তায় সেই অনুষ্ঠানেরই ঝলক দেখা গেল এদিন। (ছবি:PTI)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -