Weather Forecast: বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! আপনার জেলায় হবে তো? রইল তালিকা
তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি? সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। সোম-মঙ্গলবার রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৬ মে থেকে ৭ মে রাজ্যের একাংশে ৪০ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চলতে পারে দমকা হাওয়াও।
রবিবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় বৃষ্টি শুরু হতে পারে রবিবার থেকে। মঙ্গলবার পর্যন্ত শহরে চলবে বৃষ্টি। সোমবার ও মঙ্গলবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতরের DDGM সোমনাথ দত্ত বলেন, 'পশ্চিমা বাতাসের দাপট কমবে। বাড়বে বঙ্গোপসাগর থেকে আসা পর্যাপ্ত জলীয় বাষ্প পূর্ণ হাওয়ার দাপট। তবে সেই সেই বৃষ্টি তাপপ্রবাহ কে পরবর্তী কতদিন ঠেকিয়ে রাখতে পারবে সেটা এখনই বলা সম্ভব নয়। সেটা নির্ভর করছে উষ্ণ এবং জলীয় হাওয়ার সংঘাতে কতোটা ঘন মেঘ তৈরি হচ্ছে তার ওপর।'
বৃষ্টির পরিস্থিতি তৈরি হলেও শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে শনিবার তাপপ্রবাহ চলবে। রবিবার বিকেল থেকে তাপপ্রবাহ মুক্ত হবে অধিকাংশ জেলা।
আগামী কাল দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গের ৫ জেলায় হতে পারে হালকা বৃষ্টি। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদায়। বৃষ্টির পরে অন্তত ৭২ ঘণ্টার জন্য কমতে পারে তাপমাত্রা। আপাতত আর তাপপ্রবাহের কবলে কলকাতার না পড়ার সম্ভাবনা
IMD কলকাতা- X হ্যান্ডেলে জানিয়েছে, ৪ মে থেকে উত্তরবঙ্গে এবং ৫ মে থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গে কবে তাপপ্রবাহ, কবে বৃষ্টি? ৫ মে, ২০২৪: পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৬ মে, ২০২৪: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের বাকি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে ৭ মে, ২০২৪: এদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানাচ্ছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের জন্য কী পূর্বাভাস? ৪ মে, ২০২৪: দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫, ৬, ৭ মে- এই দিনগুলিতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৭ মে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -