Durga Puja 2022 : উমার বিদায়বেলায় মিশল দুই বাংলার হৃদয়, ইছামতীতে প্রতিমা নিরঞ্জন দেখতে ভিড় করলেন দুই পাড়ের মানুষ
উত্সবের আবহে মুছে গেল সীমান্তের বেড়াজাল। এক পাড়ে ভারত, একপাড়ে বাংলাদেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই দেশকে ছুঁয়ে মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতী। দশমীতে এই নদীই হয়ে ওঠে ভারত-বাংলাদেশের মিলনক্ষেত্র।
উমার বিদায়বেলায় মিশে যায় দুই বাংলার হৃদয়। প্রতিবারের মতো, ভারত-বাংলাদেশ, দুই দেশেরই প্রতিমা বিসর্জন হয় ইছামতীতে।
যে দৃশ্যের সাক্ষী হতে ভিড় করেন অসংখ্য মানুষ। অন্যান্য বারের মতো এবারও নদীতে ছিল কড়া নজরদারি।
করোনার কারণে, গত দু’বছর বন্ধ ছিল মিলন উৎসব। তবে রীতি-রেওয়াজে কোনও ছেদ পড়েনি।
প্রত্যেক বছর দশমীর দিন দুপুরে টাকি-পূর্বের জমিদারবাড়ির প্রতিমা নিরঞ্জন করা হয় ইছামতী নদীতে।
এরপর অন্যান্য বারোয়ারি পুজো এবং বাড়ির প্রতিমা বিসর্জন শুরু হয়।
ঢাকের বোলে উমা-বিদায়ের সুর। সেই মন খারাপের মধ্যেই বিজয়ার (Bijaya Dashami) শুভেচ্ছা বিনিময়, প্রণাম, কোলাকুলি, একে অন্যকে মিষ্টিমুখ করানোর পালা।
ছেলে-মেয়েদের নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি উমার। আনন্দে উচ্ছ্বাসের মাঝেই মিশেছে বিষণ্ণতার সুর৷ মণ্ডপে মণ্ডপে দেবী-বরণের পাশাপাশি সিঁদুর খেলা। এরপর মা-কে বিদায় জানানোর পালা।
হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷ এখন শুধু দু’চোখ ভরে মাকে দেখে নেওয়া আর ঢাকের তালে মনে মনে বলা, আসছে বছর আবার এসো মা৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -