WB Weather Update: রাজ্যের স্কুলে বাড়ছে গরমের ছুটি, কবে থেকে শুরু?
একদিকে সামনে ভোট, অন্যদিকে তাপপ্রবাহ। সূত্রের খবর, ফের এগোচ্ছে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসূত্রের খবর, ২২ এপ্রিল থেকে ছুটি পড়ছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে। খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ, খবর শিক্ষা দফতর সূত্রে
বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে, খবর সূত্রের। কয়েকদিন আগেই ১২ দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ৬ মে-তে। এবার তা আরও এগিয়ে আনা হল।
এর আগে দেশের লোকসভা নির্বাচনের জন্য স্কুলের গরমের ছুটি বাড়ানো হয়েছিল। তখন স্থির হয়েছিল রাজ্যের স্কুলে গরমের ছুটি শুরু হবে ৬ মে থেকে। তা চলবে ২ জুন পর্যন্ত।
এরই মধ্যে ১৯ এপ্রিল রাজ্যের লোকসভায় প্রথম দফায় ভোট। উত্তরবঙ্গে তিন আসনে ভোট। প্রথম দফার সেই ভোটের জন্য় ১৬ এপ্রিল থেকে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ রয়েছে। স্কুল বন্ধ থাকবে ২০ এপ্রিল পর্যন্ত। দ্বিতীয় দফাতেও ভোট রয়েছে বাংলাতে। সেই কারণেও কিছুদিন বন্ধ থাকবে স্কুল।
উত্তরবঙ্গেই বেশ কিছু আসনে ভোট রয়েছে। দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুরে স্কুল বন্ধ। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরে আরও পাঁচ দফার ভোট বাকি থাকবে রাজ্যে। সেই সময় গরমের ছুটি পড়বে স্কুলে।
এমনিতে স্কুলে গরমের ছুটি ১০ দিনের হয়ে থাকে। এবার সব মিলিয়ে ২২ দিনের ছুটি ছিল। সেই দফায় ১২ দিন ছুটি বেড়েছিল। এর আগেরবার বলা হয়েছিল যেহেতু স্কুলগুলিতে ভোটকেন্দ্র হবে। স্কুলে শিক্ষক-অশিক্ষক কর্মচারী ভোটের কাজে দূরে যাবেন, ব্য়স্ত থাকবেন, সেই ভেবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে।
২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা ছিল। ঠিক হয়েছিল এবার ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি থাকবে। সেটাই এবার আরও এগিয়ে আসছে। শুরু হতে পারে ২২ এপ্রিল থেকেই।
দক্ষিণবঙ্গে যখন ঠা-ঠা পোড়া রোদ। তখন উত্তরবঙ্গে যেন কিছুটা স্বস্তি। রাজ্যের একেবারে উত্তরভাগে বৃষ্টিরও দেখা মিলবে। আগামী চারদিন বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। শুধু বৃষ্টিই নয়, ওই তিন জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদিও উত্তরবঙ্গের নীচের দিকে জেলাগুলোতে বৃষ্টি হবে না। দুই দিনাজপুর ও মালদাতে আবহাওয়া শুষ্ক থাকবে।
উত্তরবঙ্গের কিছু অংশের বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের তাপদাহ থাকবে আগামী পাঁচ দিন। কোন বৃষ্টির সম্ভাবনা নেই। আজ ও আগামীকাল সব জেলাতে তাপমাত্রা সর্বোচ্চ বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি। আজ ও আগামীকাল তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে কয়েকটি জেলায়- সেগুলি হল দুই মেদিনীপুর, বাঁকুড়া, হুগলিতে ও দুই বর্ধমানে। তারপরের তিনদিন সব জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। সব জেলাতেই ৪-৭ ডিগ্রি বাড়বে। ঠিক এই কারণেই ১৯ এপ্রিল থেকে শুরু করে ২১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাতে মডারেট হিট ওয়েভ কনডিশন থাকবে। ছবি: PTI, Getty
- - - - - - - - - Advertisement - - - - - - - - -