Local Train Service: ৬ মাস পর রাজ্যে চাকা গড়াল লোকাল ট্রেনের, প্রথম দিনই ভিড়ের ছবি
প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, রাজ্যে আজ থেকে চালু হল লোকাল ট্রেন। একেক জায়গায় একেক রকমের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগড়িয়া স্টেশনে দু’ রকম ছবি। আপ ট্রেনে ভিড় থাকলেও, তুলনামূলকভাবে ফাঁকা ডাউন ট্রেন।
হাওড়া স্টেশনে দেখা যায় কড়াকড়ির ছবি। মাস্ক না পরায় যাত্রী পিছু ২০০ টাকা জরিমানা করে রেল কর্তৃপক্ষ।
ফের কম ভাড়ায় যাতায়াত শুরু করতে পারায় খুশি হয়েছেন নিত্যযাত্রীরা। ফের ট্রেন চালু হওয়ায় রোজগারের আশায় হকাররা।
বর্ধমান স্টেশনে বর্ধমান-রামপুরহাট শাখার ট্রেনে ধরা পড়ল বেনিয়মের ছবি। ট্রেনে দুটি আসনের মাঝে নেই কোনও ক্রস চিহ্ন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন যাত্রীরা।
লোকাল ট্রেন চালু হতেই বারাসাতে ফিরল পুরনো ছবি। রবিবার ছুটির দিনেও ডাউন বনগাঁ লোকাল ঢুকতেই দেখা গেল বাদুড়ঝোলা ভিড়। একই ছবি ডাউন হাসনাবাদ লোকালেও। কামরার ভিতরে থিকথিকে ভিড়।
৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার প্রথম দিনই সোনারপুর স্টেশনে বাদুড়ঝোলা ভিড়। রবিবার হওয়া সত্ত্বেও আসন ফাঁকা নেই।
হাওড়া স্টেশনে ভিড়। লোকাল ট্রেনে ওঠার জন্য দৌড়োদৌড়ি। চলন্ত ব্যান্ডেল লোকালে উঠতে গিয়ে পড়েও গেলেন এক প্রৌঢ়।
রবিবার হওয়ায় কাটোয়া স্টেশনে ভিড় কম। তারই মধ্যে দূরত্ববিধি মেনে, মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে যাতায়াত করছেন যাত্রীরা।
করোনা আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর রাজ্যে আজ থেকে চাকা গড়াল লোকাল ট্রেনের। আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালানোর ছাড়পত্র দিয়েছে রাজ্য।
লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করে তোলার পাশাপাশি, জোর দেওয়া হচ্ছে স্যানিটাইজেশনে।
সরকারি-বেসরকারি, অধিকাংশ অফিস খুলে গেলেও, লোকাল ট্রেন চালু না হওয়ায় গত ৬ মাসে হয়রানির শিকার হতে হয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। আজ থেকে ট্রেন চালু হওয়ার খবরে তাঁরা খুশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -