Job Aspirants : অবস্থান-আন্দোলনের ৬০০ তম দিন, চাকরিপ্রার্থীদের কথায় 'বঞ্চনার ৬০০ দিন'
আজ ৬০০ তম দিনে পড়ল ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন।
Job Aspirants, West Bengal, Jobs, Sit in Protest
1/10
জ্বলছে মোমবাতি। একাধিক পোস্টার, ফেস্টুনে ঢেকেছে এলাকা। সবেতেই উল্লেখ একটি সংখ্যার। ৬০০।
2/10
গ্রীষ্ণ-বর্ষা পেরিয়ে শীত। আজ ৬০০ তম দিনে পড়ল ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন।
3/10
মেয়ো রোডে গাঁধীমূর্তির নিচে দীর্ঘদিন ধরে চাকরিতে নিয়োগের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা।
4/10
এসএলএসটি নবম থেকে দ্বাদশের নিয়োগের দাবিতে অবস্থান-আন্দোলনের পাশাপাশি প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন চাকরিপ্রার্থীরা।
5/10
তবে কীভাবে হবে সমস্যার সমাধান, কীভাবে কাটবে নিয়োগ-জট তা নিয়ে সমাধানসূত্র এখনও অধরা।
6/10
বিভিন্ন জায়গা থেকে প্রতিশ্রুতি, সমাজের স্তরের বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো ছাড়া এখনও প্রাপ্তি শূন্য।
7/10
নিজেদের দাবিকে আরও জোরালো করার দাবিই অবস্থান আন্দোলনের ৬০০ তম দিনে তুললেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের ভাষায় যা 'বঞ্চনার ৬০০ দিন'।
8/10
আন্দোলনকারীদের অন্যতম শহিদুল্লাহ বলেছেন, 'আজ আর আমাদের আন্দোলন গাঁধী মূর্তির চৌহদ্দির মধ্যে আটকে নেই। এক অসম লড়াই শুরু করেছিলাম আমরা।
9/10
হাতে গোনা কয়েকজন মিলে একটা অপশক্তির বিরুদ্ধে লড়াই শুরু করেছিলাম। আর এখন গোটা বাংলা, গোটা ভারত জুড়ে আন্দোলনের আবেগ পৌঁছে গিয়েছে। আন্দোলনের যৌক্তিক ভিত্তি প্রতিষ্টিত হয়েছে।
10/10
আজ বাংলার সমস্ত শ্রেণির মানুষ আমাদের নিয়োগের দাবি জানাচ্ছেন। এই অবস্থায় কর্মকর্তাদের যতই বিরূপ মনোভাব থাক, সেটা সরিয়ে নিয়োগ দিতে তাঁরা বাধ্য হবেন। ' (তথ্য ও ছবি- অরিত্রিক ভট্টাচার্য)
Published at : 04 Nov 2022 01:20 PM (IST)