Weather : বাংলা অবধি কোল্ড প্যাসেজ, ঝপ করে নামবে তাপমাত্রা, শীতের কামড় কোথায় কোথায়
পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈর হয়েছে কোল্ড প্যাসেজ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এই কোল্ড প্যাসেজের মধ্যে পড়ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ , উত্তর রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর ছত্রিশগড়, উত্তর ওডিশা, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি এই কোল্ড প্যাসেজের মধ্যে পড়ছে।
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে কাঁপুনি ধরাচ্ছে শীত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তুরে হাওয়ার দাপট থাকায় দক্ষিণবঙ্গে মঙ্গল-বুধবার ফের পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।।
আজ কলকাতায় সামান্য উর্ধ্বমুখী পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা কুয়াশাও রয়েছে।
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। মঙ্গল-বুধবার নাগাদ আরো নামবে পারদ। শীতের স্পেল শুক্রবার পর্যন্ত। সামান্য বাড়লেও কলকাতায় আজও তাপমাত্রা স্বাভাবিকের নিচে।
শীতের এই স্পেল শুক্রবার পর্যন্ত চলবে বলে আবহাওয়া দফতরের অনুমান। তবে এর মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -