Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Police Fraud Advisory : হোয়াটসঅ্যাপ স্ক্যামের ফাঁদে হতে পারেন সর্বস্বান্ত, সতর্কতা কলকাতা পুলিশের
সময়ের সঙ্গে সঙ্গে প্রতারণার ছক পাল্টাচ্ছে সাইবার প্রতারকরা। ফাঁদে পা দিলেই হতে পারেন সর্বস্বান্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাস্টমার কেয়ারের অছিলায় ফোন হ্যাক করে কনট্যাক্ট লিস্ট হাতিয়ে নিয়ে পরিচিতদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা।
ঠিক কীভাবে চলছে এই প্রতারণাচক্র? কোন ফাঁদ থেকে থাকবেন সতর্ক? সতর্কাবার্তা জারি করেছে কলকাতা পুলিশ।
কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে কোনও ফোন আসার পর নির্দিষ্ট কোনও নম্বরে ডায়াল করতে বললে বিরত থাকুন।
পুলিশ সূত্রে খবর, short code বা short key ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। একটি মোবাইল নম্বর পাঠিয়ে শুরুতে শর্ট কোড দিয়ে সেই নম্বর ডায়াল করতে বলা হচ্ছে।
ডায়াল করলেই গ্রাহকের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে প্রতারকদের নম্বরে। তারপর গ্রাহকের পরিচিতদের কাছে নানা অছিলায় টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে। পরিচিতরা টাকা পাঠালে তা জমা পড়ছে প্রতারকদের অ্যাকাউন্টে।
এরকম পরিস্থিতির শিকার হলে কী করবেন?
কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রতারকদের নম্বরে ডাইভার্ট হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যকাউন্ট ফিরে পেতে ব্যবহার করতে হয় ডিঅ্যাক্টিভ short key।
সতর্কতা অবলম্বন করতে, নিজের হোয়াটসঅ্যাপ নম্বরে অবিলম্বে দু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখুন।
অচেনা নম্বর থেকে ফোন করে কোনও বিশেষ ক্যারেক্টর প্রেস করতে বলা হলে এড়িয়ে যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -