Howrah News: এবার জলপথে গন্তব্যে পৌঁছানো আরও সহজ, জেটি ঘাটের শিলান্যাস মুখ্যমন্ত্রীর
Belur News: বেলুড় থেকে কাশিপুর পর্যন্ত চলবে এই পরিষেবা
ফাইল ছবি
1/9
ফের বেলুড় থেকে শুরু হতে চলেছে লঞ্চ পরিষেবা। গতকাল জেটিঘাটের ভার্চুয়ালি শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
2/9
বেলুড়ের জগন্নাথ ঘাট থেকে কাশিপুর ঘাট পর্যন্ত চলবে লঞ্চ। কয়েক বছর আগে পর্যন্ত চলত নৌকা।
3/9
প্রতিদিন বেশ কয়েক হাজার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই জলপথ।
4/9
হুগলিতে দুর্ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয় এই পরিষেবা।
5/9
আর পরিষেবা বন্ধ অসুবিধায় পড়েন স্থানীয় বাসিন্দা সহ বালি, বেলুড়, লিলুয়া এলাকার বিশাল সংখ্যক মানুষ।
6/9
আগে গঙ্গা পেরিয়ে কাশীপুর বা দমদম স্টেশন যেতে যেখানে ১৫-৩০ মিনিট লাগত, ফেরি বন্ধ হওয়ায় গন্তব্যে পৌঁছতে সময় লাগছে কমপক্ষে ২ ঘণ্টা।
7/9
ফেরি পরিষেবা নিয়ে ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। বিভিন্ন মহলেই এই পরিষেবা চালুর দাবি জানিয়েছিলেন তাঁরা। শেষমেশ অপেক্ষার অবসান।
8/9
গতকাল সাঁতরাগাছি থেকে ভার্চুয়ালি জেটিঘাটের শিলন্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
9/9
পরিষেবা খুব শীঘ্রই চালু হবে বলে আশাবাদী প্রশাসনিক কর্তা থেকে সাধারণ মানুষ।
Published at : 08 Feb 2024 09:23 AM (IST)