Exit Poll 2024
(Source: Matrize)
Rath Yatra: ইসকনের রথযাত্রার সূচনা মমতার, উৎসব আমেজে পা মেলালেন নুসরত-মিমি
মাহেশ থেকে মহিষাদল, মায়াপুর থেকে তারাপীঠ..... রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হল রথযাত্রা। সর্বত্রই ভক্তদের ঢল। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরীর সহ দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি, কলকাতা ও জেলায় এদিন টান পড়ল রথের রশিতে।
ইসকন আয়োজিত কলকাতার এই রথযাত্রা এবার ৫২ বছরে পড়ল। এবারের থিম 'মানসিক শান্তি'। এদিন রথযাত্রার অনুষ্ঠানে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার উল্লেখ করেন মমতা।
আরতির পর পর রথের রশিতে টান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিন্টো পার্কে ইসকন মন্দির থেকে এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এক্সাইড মোড় হয়ে পার্ক স্ট্রিট ঘুরে আউট্রাম রোড ধরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত ইসকনের রথযাত্রা হয়।
আগামী ৭ দিন সেখানেই থাকবে রথ। ২৮ জুন সেখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা।
মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীদের।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘দেবতা তো মানুষের মধ্য থেকেই তৈরি হয় ৷ মানুষের অন্তরাত্মাই দেবতার অন্তরাত্মা ৷ দেবতা তো একটা মাটির পুতুল নয়, দেবতা তো একটা কাঠের পুতুল নয় ৷ দেবদেবীর মধ্য দিয়ে আমাদের মনোবাঞ্ছা, মনের কথা, মনের সুখ-দুঃখ সবকিছু দেবতার চরণে অর্পণ করি ৷ তার কারণ আমাদের এটা বিশ্বাস ৷ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর ৷’’
মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রতিবারই অনেকে ইসকনের রথযাত্রায় উপস্থিত থাকেন ৷ এবারও ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যরা ৷ তাঁদের উপস্থিতির কথাও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন নিজের ভাষণের সময় ৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘রথযাত্রাও (পুরীর রথযাত্রা) শুরু হয়েছে ৷ রথে ওঠার আগে দ্বৈতাপতি আমাকে ফোন করেছিলেন যে ‘আমি রথে উঠছি, তোমাদের নামে পুজো দেব’ ৷ আমি বললাম যদি জগন্নাথ অনুমতি দেন, তাহলে হয়তো আগামী রথযাত্রা আমরা যেটা দীঘায় বিরাট মন্দির করছি, সেখানেই হয়তো আমরা আরেকটা (রথযাত্রা) করতে পারি ৷ কারণ, ওখানেও আমরা রথযাত্রা করার চেষ্টা করব ৷’’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -