Jadavpur University Student Death:রাতে ক্যাম্পাসে ঢুকতে আই কার্ড মাস্ট, আর কী বদল যাদবপুরে?
ঐতিহ্যশালী যাদবপুর বিশ্ববিদ্যালয় গত সপ্তাহখানেক ধরে পড়ুয়ামৃত্যু ঘিরে শিরোনামে। প্রশ্ন উঠেছে একাধিক। মর্মান্তিক ঘটনার এক সপ্তাহ পর কি টনক নড়ল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার একাধিক নিয়মকানুন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। বলা হয়েছে, রাত রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক।
যদি কারও কাছে বৈধ পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে তাঁকে অন্য কোনও বৈধ পরিচয়পত্র পেশ করতে হবে, জানান রেজিস্ট্রার।
এতেই শেষ নয়। তিনি কোথায়, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তার বিস্তারিত বিবরণও লিখে দিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে।
পাশাপাশি যে কোনও দু'চাকা বা চার চাকা গাড়ির উপর যাদবপুরের স্টিকার থাকা জরুরি। যদি স্টিকার না থাকে, তা হলে সেই গাড়িকে বিশ্ববিদ্যালয়ের ফটকে তার রেজিস্ট্রেশন নম্বর জমা দিতে হবে।
নিরাপত্তাকর্মীদের কাছে এই সমস্ত তথ্য় জমা রাখা থাকবে। পাশাপাশি, প্রয়োজন মতো গাড়ির চালক বা যাত্রীর পরিচয়পত্র দেখতে চাওয়া হতে পারে, জানান স্নেহমঞ্জু বসু।
একই সঙ্গে ক্যাম্পাসের যে কোনও অংশে মদ, মাদক-সহ যে কোনও ধরনের বেআইনি উপাদান সেবনের ক্ষেত্রেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
কিন্তু হস্টেলে সিসিটিভি ক্যামেরা বসবে কবে? এখনও স্পষ্ট জানাতে পারলেন না কর্তৃপক্ষ। আপাতত নির্দিষ্ট কয়েকটি জায়গায় সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। শুধু গেটেই সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানালেন রেজিস্ট্রার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -